২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নেই বাঁ পা, এক পায়ে লাফিয়ে স্কুল যাচ্ছে কাশ্মীরের নবম শ্রেণীর পড়ুয়া পারভেজ, দেখুন ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্কঃ জীবনে সফল হতে গেলে চাই অদম্য মনের জোর আর সববাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প। ঠিক সেটাই করে দেখাচ্ছে উপত্যক্যার নবম শ্রেণীর ছাত্র পারভেজ। কাশ্মীরের হান্ডাওয়ারার এই ছাত্রটির হাঁটুর নীচ থেকে নেই বাঁ পা। এমনকি জোটেনি একটা ক্রাচও। তাই এক পাতেই লাফিয়ে স্কুল যায় পারভেজ।

নওগাম সরকারি স্কুলের নবম শ্রেণীর এই পড়ুয়া খুব ছোটোবেলাতেই একটা পথ দুর্ঘটনায় নিজের বাঁ পা হারায় পারভেজ। পারভেজের বাবা গুলাম আহমদ হাজাম জানান খুব ছোট্ট বেলাতেই একটা মর্মান্তিক পথ দূর্ঘটনায় বাদ দিতে হয় ছোট্ট পারভেজের বাঁ পা। অস্ত্রোপচারের জন্য ৩ লক্ষ টাকা  দরকার ছিল ৷ সে টাকা দিতে পারেননি গরিব গুলাম আহমদ ৷ কোনও রকমে সম্পত্তি বেচে ৫০ হাজার টাকা জোগাড় করতে পেরেছিলেন তিনি ৷ এর মধ্যে পারভেজের মায়ের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে ৷ গু লাম আহমদ আরও বলছেন পারভেজ খুব ভালো ছেলে। বছর ১৫ এর কিশোর কোন ঝুট ঝামেলায় থাকেনা । সে ক্রিকেট খুব ভালোবাসে।  কোন সহৃদয় ব্যক্তি যদি পারভেজের জন্য বিকল্প অঙ্গের ব্যবস্থা করেন তাহলে এই দূর্বিষহ যন্ত্রণার থেকে রেহাই পায় সে।

সংবাদসংস্থা কে পারভেজ জানিয়েছে “ আমি আল্লাহর কাছে শক্তি চাই, আমার বন্ধুরা কেমন হাঁটতে পারে। সরকারের কাছে আমার আর্জি একটা ঠিকঠাক কৃত্তিম পা পেলে স্কুলে বা ও অন্যকোন জায়গায় যেতে খুব সুবিধা হত।

পারভেজের একপায়ে চলার ভিডিয়ো দেখে তার পাশে এসে দাঁড়িয়েছে জয়পুর ফুট ইউএসএ ৷ সংস্থার চেয়ারম্যান প্রেম ভাণ্ডারি বিনামূল্যে পারভেজকে একটি কৃত্রিম পা দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “সংবাদমাধ্যমে এই খবর পড়ে আমি পারভেজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাই৷ আমি ওকে একটা কৃত্রিম পা দেব ৷ কোনও খরচ লাগবে না ৷”

এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বিশেষ ভাবে সক্ষমদের জন্য কৃত্তিম অঙ্গের ব্যবস্থা করা থেকে তাঁদের স্বনির্ভর হতে নানা রকম সহায়তা দিয়ে থাকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেই বাঁ পা, এক পায়ে লাফিয়ে স্কুল যাচ্ছে কাশ্মীরের নবম শ্রেণীর পড়ুয়া পারভেজ, দেখুন ভাইরাল ভিডিও

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জীবনে সফল হতে গেলে চাই অদম্য মনের জোর আর সববাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প। ঠিক সেটাই করে দেখাচ্ছে উপত্যক্যার নবম শ্রেণীর ছাত্র পারভেজ। কাশ্মীরের হান্ডাওয়ারার এই ছাত্রটির হাঁটুর নীচ থেকে নেই বাঁ পা। এমনকি জোটেনি একটা ক্রাচও। তাই এক পাতেই লাফিয়ে স্কুল যায় পারভেজ।

নওগাম সরকারি স্কুলের নবম শ্রেণীর এই পড়ুয়া খুব ছোটোবেলাতেই একটা পথ দুর্ঘটনায় নিজের বাঁ পা হারায় পারভেজ। পারভেজের বাবা গুলাম আহমদ হাজাম জানান খুব ছোট্ট বেলাতেই একটা মর্মান্তিক পথ দূর্ঘটনায় বাদ দিতে হয় ছোট্ট পারভেজের বাঁ পা। অস্ত্রোপচারের জন্য ৩ লক্ষ টাকা  দরকার ছিল ৷ সে টাকা দিতে পারেননি গরিব গুলাম আহমদ ৷ কোনও রকমে সম্পত্তি বেচে ৫০ হাজার টাকা জোগাড় করতে পেরেছিলেন তিনি ৷ এর মধ্যে পারভেজের মায়ের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে ৷ গু লাম আহমদ আরও বলছেন পারভেজ খুব ভালো ছেলে। বছর ১৫ এর কিশোর কোন ঝুট ঝামেলায় থাকেনা । সে ক্রিকেট খুব ভালোবাসে।  কোন সহৃদয় ব্যক্তি যদি পারভেজের জন্য বিকল্প অঙ্গের ব্যবস্থা করেন তাহলে এই দূর্বিষহ যন্ত্রণার থেকে রেহাই পায় সে।

সংবাদসংস্থা কে পারভেজ জানিয়েছে “ আমি আল্লাহর কাছে শক্তি চাই, আমার বন্ধুরা কেমন হাঁটতে পারে। সরকারের কাছে আমার আর্জি একটা ঠিকঠাক কৃত্তিম পা পেলে স্কুলে বা ও অন্যকোন জায়গায় যেতে খুব সুবিধা হত।

পারভেজের একপায়ে চলার ভিডিয়ো দেখে তার পাশে এসে দাঁড়িয়েছে জয়পুর ফুট ইউএসএ ৷ সংস্থার চেয়ারম্যান প্রেম ভাণ্ডারি বিনামূল্যে পারভেজকে একটি কৃত্রিম পা দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “সংবাদমাধ্যমে এই খবর পড়ে আমি পারভেজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাই৷ আমি ওকে একটা কৃত্রিম পা দেব ৷ কোনও খরচ লাগবে না ৷”

এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বিশেষ ভাবে সক্ষমদের জন্য কৃত্তিম অঙ্গের ব্যবস্থা করা থেকে তাঁদের স্বনির্ভর হতে নানা রকম সহায়তা দিয়ে থাকে।