২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টাকা নেই; রেস্তোরাঁয় খেয়ে বিপাকে ট্রাস!

ইমামা খাতুন
  • আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক: মাসের শেষ; তাই হাতে টাকা-পয়সা নেই। নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য এ কথা খাটতে পারে। কিন্তু ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীও যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন; তা ভাবতে অবাক লাগে।

সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এমনই কিছু ঘটেছে। সূত্রের খবর; লন্ডন ব্রিজের কাছে অভিজাত এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন লিজ ট্রাস। সঙ্গে ছিলেন তার এক বন্ধু। ওই রেস্তোরাঁতেই বন্ধুর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ধরে খাওয়া-দাওয়া; গল্প করেন ট্রাস।

কিন্তু এরপর ওয়েটার তাদের বিল নিয়ে এলেই ঘটে বিপত্তি। বিল দিতে গিয়ে দেখা যায়; লিজ ট্রাসের এটিএম কার্ডটি কাজ করছে না অর্থাৎ তার কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন হচ্ছে না। এ ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন লিজ ট্রাস।

এক পর্যায়ে তার বন্ধুই এগিয়ে গিয়ে বিল পরিশোধ করেন। এ দিকে; এ ঘটনায় বেশ অবাক হন ওই রেস্তোরাঁয় থাকা অন্য অতিথিরা। অনেকেই লিজকে নিয়ে হাসি-ঠাট্টা করতে থাকেন।

বলেন; প্রধানমন্ত্রীও তাহলে গরিব হয়ে গিয়েছেন! শেষ পর্যন্ত খাবারের দাম দিয়ে লিজ ও তার বন্ধু চলে গেলেও; এ খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে আসল ঘটনা হল; সম্প্রতি মোবাইল নম্বর বদলেছেন লিজ ট্রাস; আর সেই নম্বর ব্যাঙ্কে দেওয়া হয়নি বলেই কার্ডটি ডিক্লাইন হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টাকা নেই; রেস্তোরাঁয় খেয়ে বিপাকে ট্রাস!

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: মাসের শেষ; তাই হাতে টাকা-পয়সা নেই। নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য এ কথা খাটতে পারে। কিন্তু ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীও যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন; তা ভাবতে অবাক লাগে।

সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এমনই কিছু ঘটেছে। সূত্রের খবর; লন্ডন ব্রিজের কাছে অভিজাত এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন লিজ ট্রাস। সঙ্গে ছিলেন তার এক বন্ধু। ওই রেস্তোরাঁতেই বন্ধুর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ধরে খাওয়া-দাওয়া; গল্প করেন ট্রাস।

কিন্তু এরপর ওয়েটার তাদের বিল নিয়ে এলেই ঘটে বিপত্তি। বিল দিতে গিয়ে দেখা যায়; লিজ ট্রাসের এটিএম কার্ডটি কাজ করছে না অর্থাৎ তার কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন হচ্ছে না। এ ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন লিজ ট্রাস।

এক পর্যায়ে তার বন্ধুই এগিয়ে গিয়ে বিল পরিশোধ করেন। এ দিকে; এ ঘটনায় বেশ অবাক হন ওই রেস্তোরাঁয় থাকা অন্য অতিথিরা। অনেকেই লিজকে নিয়ে হাসি-ঠাট্টা করতে থাকেন।

বলেন; প্রধানমন্ত্রীও তাহলে গরিব হয়ে গিয়েছেন! শেষ পর্যন্ত খাবারের দাম দিয়ে লিজ ও তার বন্ধু চলে গেলেও; এ খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে আসল ঘটনা হল; সম্প্রতি মোবাইল নম্বর বদলেছেন লিজ ট্রাস; আর সেই নম্বর ব্যাঙ্কে দেওয়া হয়নি বলেই কার্ডটি ডিক্লাইন হয়।