১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনে তিনটির বেশি টমেটো কেনা যাচ্ছে না

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক: পরিচ্ছন্ন ফল ও সবজির সংকটে পড়েছে ব্রিটেন। দেশটির নাগরিকদের একসঙ্গে বেশি পরিমাণে সবজি কিনতে বারণ করা হচ্ছে। এই সংকট তীব্র হয়েছে টমেটো ও শসার ক্ষেত্রে। আবহাওয়াজনিত কারণে সবজির উৎপাদন কমেছে ইউরোপ ও উত্তর আফ্রিকায়।

ব্রেক্সিট-পরবর্তী বিধিনিষেধ ও সরবরাহের নিম্নগতি এতে বিরূপ প্রভাব ফেলেছে। এবছর ব্রিটিশ চাষিরা ক্ষতির সম্ভাবনায় চাষ করেনি। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করারও পরোক্ষ প্রভাব পড়েছে ব্রিটেনের বাজারে। কারণ আগে ইউরোপীয় বাজার থেকে সবজি ও ফল আমদানি হতো।

ব্রেক্সিটের পর ব্রিটেনের সবজি বাজারের বড় অংশই মরক্কো ও স্পেনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর সম্প্রতি বন্যা ও তুষারপাতে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে স্পেন ও উত্তর আফ্রিকার সবজি উৎপাদন।

এদিকে ব্রিটিশ ক্রেতাদের জন্য সবজির পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছে আলদি ও আসদার মতো স্টোরগুলো। টেস্কো ও আলদি মাত্র তিনটি করে টমেটো, গোলমরিচ ও শসা কেনার অনুমতি দিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেনে তিনটির বেশি টমেটো কেনা যাচ্ছে না

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: পরিচ্ছন্ন ফল ও সবজির সংকটে পড়েছে ব্রিটেন। দেশটির নাগরিকদের একসঙ্গে বেশি পরিমাণে সবজি কিনতে বারণ করা হচ্ছে। এই সংকট তীব্র হয়েছে টমেটো ও শসার ক্ষেত্রে। আবহাওয়াজনিত কারণে সবজির উৎপাদন কমেছে ইউরোপ ও উত্তর আফ্রিকায়।

ব্রেক্সিট-পরবর্তী বিধিনিষেধ ও সরবরাহের নিম্নগতি এতে বিরূপ প্রভাব ফেলেছে। এবছর ব্রিটিশ চাষিরা ক্ষতির সম্ভাবনায় চাষ করেনি। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করারও পরোক্ষ প্রভাব পড়েছে ব্রিটেনের বাজারে। কারণ আগে ইউরোপীয় বাজার থেকে সবজি ও ফল আমদানি হতো।

ব্রেক্সিটের পর ব্রিটেনের সবজি বাজারের বড় অংশই মরক্কো ও স্পেনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর সম্প্রতি বন্যা ও তুষারপাতে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে স্পেন ও উত্তর আফ্রিকার সবজি উৎপাদন।

এদিকে ব্রিটিশ ক্রেতাদের জন্য সবজির পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছে আলদি ও আসদার মতো স্টোরগুলো। টেস্কো ও আলদি মাত্র তিনটি করে টমেটো, গোলমরিচ ও শসা কেনার অনুমতি দিয়েছে।