পণ্যের ওপর নতুন করে কর নয়, জিএসটি-র বৈঠকে আপাত স্বস্তি

- আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 14
পুবের কলম ওয়েব ডেস্কঃ শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় জিএসটি কাউন্সিলের ৪৮ তম বৈঠক। ৬ মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন কোনও পণ্যের উপর কর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে কেন্দ্রের তরফে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মোট ১৫ টির মধ্যে মাত্র ৮ টি বিষয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
জিএসটি কাউন্সিলের বৈঠক শেষ হওয়ার পরে এ কথা জানান রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। তিনি জানান খোসা-সহ ডালে জিএসটি ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ছোলার উপরে থাকা ৫ শতাংশ জিএসটি ও শূন্য হয়ে গেল। পাশাপাশি জৈব জ্বালানির উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ । বীমা কোম্পানির নো ক্লেইম বোনাসের উপর জিএসটি প্রযোজ্য হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, পানমশলা, গুটখার উপর কর চাপানো হতে পারে। কিন্তু এদিনের বৈঠকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জিএসটি পরিষদের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সময়ের অভাবে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়নি।
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পৌরহিত্যে জিএসটি পরিষদের ৪৮ তম বৈঠক হয়। সেই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘৪৮ তম জিএসটি পরিষদের বৈঠকে কোনও পণ্যের কর বাড়ানো হচ্ছে না। কোনও নয়া কর কাঠামো চালু করা হয়নি। যে যে ক্ষেত্রে কোনও বিষয়ের ব্যাখ্যা নিয়ে ধন্দ ছিল, তা কাটানোর জন্য যাবতীয় আলোচনা হয়েছে।’