BREAKING:
Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের তৃতীয় সন্তান-এর জন্ম দিলে মিলবে ৫০হাজার! বহুতল থেকে ঝাঁপ জিএসটি আধিকারিকের, হতাশা থেকে আত্মহত্যা দাবি পুলিশের গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে: সংসদে সরব রাহুল সংসদের অধিবেশন চলাকালীন অসুস্থ সৌগত রায় শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়: মোদি

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পুবের কলম,ওয়েবডেস্ক:    ধর্মের নিরিখে সংরক্ষণ দেওয়া হবে না। শনিবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় আরও একবার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে অবশ্য তিনি জানিয়েছেন, যারা এখন সংরক্ষণের আওতায় আছে, তাদের থেকে সেই সুবিধা কেড়ে নেওয়া হবে না। অর্থাৎ, যারা সংরক্ষণ পাচ্ছে, তারা তা পাবে। কিন্তু ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না। উল্লেখ্য, ওবিসি নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

৩৭০ ধারা রদ নিয়েও এদিন সরব হন মোদি। তিনি বলেন, দেশের একতা আমাদের প্রাধান্য। সেই একতায় বাধা ছিল সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ। দেশে একতার জন্য ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। নতুন শিক্ষানীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতির ফলে এখন যেকোনও পড়ুয়া নিজের মাতৃভাষাতেই পিএইচডি করতে পারেন।

 

১৯৭৫ সালের জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ কবেন মোদি। বলেন, ‘১৯৭৫ সালে সাংবিধানিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছিল। নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছিল।’ কংগ্রেসকে নিশানা করে তিনি আরও বলেন, ভারত বৈচিত্রের দেশ। কিন্তু এই বৈচিত্রের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder