কর্মী নেই, হাসপাতালের ৪,৩০০ বেড বন্ধ ফ্রান্সে

- আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম ওয়েব ডেস্ক: ফ্রান্সের স্বাস্থ্য পরিষেবা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। স্বাস্থ্যকর্মীদের অভাবে দেশটির বিভিন্ন হাসপাতাল থেকে অন্তত ৪,৩০০টি বেড সরিয়ে ফেলা হয়েছে। বুধবার ফরাসি স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়; ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে ফ্রান্সের ৩ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে ৪,৩১৬টি বেড কমে গিয়েছে। বর্তমানে ফ্রান্সের হাসপাতালগুলিতে মোট বেড সংখ্যা ৩ লক্ষ ৮২ হাজার ৫৮৭টি যা আগের চেয়ে ১.১ শতাংশ কম। তবে ২০২০ সালের চেয়ে এই পরিসংখ্যান অনেকটাই কম। ২০২০ সালে দেশটির স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি থেকে ৪,৯০০টি বেড সরিয়ে দেওয়া হয়েছিল।
জানা যায়, স্বাস্থ্যকর্মীদের অভাবে ফ্রান্সের বহু হাসপাতাল তাদের নন-ইমারজেন্সি বিভাগে রোগীদের ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ ইমারজেন্সি ও আইসিইউ বিভাগে এখন আগের চেয়ে অনেক বেশি চাপ পড়ছে।
সাম্প্রতিক বছরগুলিতে পেশাদার স্বাস্থ্যকর্মীদের অভাব তীব্র হয়েছে ফ্রান্সে। এ কারে একরকম ব্যাখ্যা হয়েই বহু হাসপাতালের বেড তুলে দিতে হয়েছে; ইমারজেন্সি সার্ভিসও ধাক্কা খেয়েছে। সীমিত কর্মী সংখ্যার কারণে প্রায় প্রতিদিনই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে ফরাসি স্বাস্থ্যকর্মীদের। ফলে বাড়ছে ক্লান্তি ও অবসাদ। কম বেতনের কারণেও অনেকে চাকরি ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। ভয়াবহ পরিস্থিতি এড়াতে হেলথ ওয়ার্কার্স অর্গানাইজেশন সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।