পুবের কলম, ওয়েবডেস্ক: হামাসের রাজনৈতিক শাখার সদস্য নাঈম রয়টার্সকে বলেন, ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে শত্রুদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও ধরনের আলোচনার শর্ত হচ্ছে আগে ৬২০ বন্দিকে মুক্তি দিতে হবে, যাদের ৬ ইসরাইলি জিম্মির মুক্তি এবং ৪ জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তি দেওয়ার কথা ছিল। ছয় জিম্মিকে ও চার মৃতদেহ গত শনিবারই হস্তান্তর করা হয়েছে।’
ইসরাইলের অভিযোগ, সম্প্রতি জিম্মি মুক্তি দেওয়ার সময় হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে। রাষ্ট্রসংঘের কর্মকর্তারাও বলেছেন, জিম্মিদের সম্মান রক্ষা পায়নি, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। হোয়াইট হাউস থেকেও ইসরাইলের সিদ্ধান্তে সমর্থন দেওয়া হয়েছে। গতকাল হোয়াইট হাউস থেকে বলা হয়, ‘হামাস ইসরাইলি জিম্মিদের সঙ্গে বর্বর আচরণ করেছে। (ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি) পিছিয়ে দেওয়া এর যথাযথ জবাব হয়েছে।’ দিনের পর দিনে ইসরাইল গাজা-সহ ফিলিস্তিনে নরসংহার চালাচ্ছে। কিন্তু একবারের জন্য তাকে বর্বরোচিত বলে মনে করেনি আমেরিকা।