জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

- আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দু’টি ক্ষেপণাস্ত্রই ২ হাজার কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গিয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া জানায়; যুদ্ধের দক্ষতা ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে এবং কৌশলগত পারমাবিক অস্ত্র পরিচালনার জন্য সেনাবাহিনীতে মোতায়েন ক্রুজ ক্ষেপাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়েছে।
চলতি বছর এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করেছে কিম জং উনের দেশ। এতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ২ হাজার কিমি দূর পর্যন্ত উড়ে গেলেও কোথায় গিয়ে পড়েছে; তা জানা যায়নি।
এ নিয়ে উ. কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেন; ‘এ পরীক্ষাটি শত্রুদের জন্য আরেকটি সতর্কবার্তা। যেকোনও সংকটকে প্রতিহত করতে ও পারমাণবিক কৌশলগত পরীক্ষা চালাতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে।’ এভাবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারে এমন আশঙ্কা বাড়ছে যে; আগামী ৫ বছরের মধ্যেই হয়তো পিয়ংইয়ং প্রথম পারমাবিক পরীক্ষা চালাতে পারে।