কিমের উপস্থিতিতে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
- আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করল উত্তর কোরিয়া।মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয় বার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ।
আগে জাপান এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ওঠে। স্থানীয় সময় মঙ্গলবার ১১ জানুয়ারি ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের উপস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে খবর।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি।
এই মূহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মতো অল্প কয়েকটি রাষ্ট্রের হাতে কেবল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে এই ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিযোগিতা চলছে।