ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম জং উনের উত্তর কোরিয়া। মার্চ মাসের পর ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। নিজেদের দেশের জলসীমায় তারা এই পরীক্ষা চালিয়েছে। নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা মূলক উৎক্ষেপণ সফল বলেই দাবি করা হয়েছে।
পিয়ংইয়ং জানিয়েছে নিজেদের দেশের সামরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে দেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। গত মার্চ মাসে উত্তর কোরিয়া এ ধরনের আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল যা ছিল স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।