BREAKING:
Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের তৃতীয় সন্তান-এর জন্ম দিলে মিলবে ৫০হাজার! বহুতল থেকে ঝাঁপ জিএসটি আধিকারিকের, হতাশা থেকে আত্মহত্যা দাবি পুলিশের গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে: সংসদে সরব রাহুল সংসদের অধিবেশন চলাকালীন অসুস্থ সৌগত রায় শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

Kibria Ansary
  • শেষ আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫
শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

শ্রীনগর, ১০ মার্চ: গুলমার্গ ফ্যাশন শো নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোমবার তিনি সাফ বলেছেন, তাঁর সরকার কোনও সময়ের জন্য এই জাতীয় অনুষ্ঠানের অনুমতি দেবে না। পবিত্র মাসে ফ্যাশন শো নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিধানসভাতেও। ফ্যাশন শোকে ‘অশ্লীল’ বলে আক্রমণ শানিয়েছে অনেকেই। বিধানসভায় প্রতিবাদ দেখিয়েছে বিরোধীরা। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৭ ডিসেম্বর এক বেসরকারি হোটেলে শোটি অনুষ্ঠিত হয়েছিল। এক প্রাইভেট পার্টিতে চার দিনের অনুষ্ঠান ছিল।”

ডিসেম্বরে ফ্যাশন শো অনুষ্ঠিত হলেও সম্প্রতি বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ কাশ্মীরীরা। প্রধান ধর্মযাজক মিরওয়াইজ উমর ফারুক বলেছেন, পর্যটনের নামে অশ্লীলতা বরদাস্ত করা হবে না। এক্স-এ তিনি লিখেছেন, “সুফি, সাধু সংস্কৃতি এবং মানুষের গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত রাজ্যে এসব সহ্য করা যায় না।”

এই পোস্টের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি রিপোর্ট জমা দিতে বলেছি। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” একইসঙ্গে আবদুল্লাহ জানান, মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। যে সমস্ত ছবি ও ভিডিয়ো দেখা যাচ্ছে তা এই পবিত্র মাসে সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “ওই অনুষ্ঠানে সরকারের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। যদি সরকারের কাছে অনুমতি চাওয়া হত, তাহলে কখনোই অনুমতি দেওয়া হত না। আইন অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder