পুবের কলম, ওয়েবডেস্ক: অর্থের বিনিময়ে পুরস্কার কিনছে রাজ্য। এমনই অভিযোগ করেছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের পর এবার হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সে প্রস্তাব গ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিধানসভায় হিরণ রাজ্য বাজেটের আলোচনায় অংশ নিয়ে অভিযোগ করেছিলেন, রাজ্য অর্থের বিনিময়ে পুরস্কার কিনছে। স্কচ এওয়ার্ড পাওয়ার জন্য রাজ্যের তরফ থেকে ১১ লক্ষ ২৬ হাজার টাকা দেওয়া হয়েছে। খড়্গপুরের বিজেপি বিধায়কের এই অভিযোগের পর হিরণকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও নথিপত্র জমা দেননি তিনি।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, হিরণ যে অভিযোগ করছেন, তার স্বপক্ষে কোনও নথি দিতে পারছেন না। বিধানসভাকে মিস লিড করছেন তিনি। এই অভিযোগে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়। স্পিকার তা গ্রহণ করে।