‘এবার তোমাদের পালা’ মাওবাদী পোস্টারে আতঙ্ক তালডাংরায়

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার
- / 29
পুবের কলম প্রতিবেদক, বাঁকুড়া: বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার নীরব সকাল ভেঙে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। তালডাংরা থানার কাছাকাছি জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং জেলা পরিষদের সভাধিপতির বাড়ির অদূরেই দেখা গেল তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার। সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলিতে দাবি করা হয়েছে, মাওবাদী নেতা-কর্মীদের মৃত্যুর বদলা নিতে হবে এবং সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘এবার তোমাদের পালা’।
আরও পড়ুন:Pahalgam terror attack: কাশ্মীরের দুই বোন বাঁচিয়েছিলেন পর্যটকদের
প্রসঙ্গত, এক সময় বাঁকুড়ার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী তৎপরতা থাকলেও তালডাংরা বাজার এলাকায় কখনও এর প্রভাব দেখা যায়নি। তাই আচমকা পোস্টার পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পোস্টারগুলিতে জল, জমি ও জঙ্গল থেকে আদিবাসী সম্প্রদায়ের উচ্ছেদের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে। সব পোস্টারের নিচে স্পষ্টভাবে লেখা রয়েছে— সিপিআই (মাওবাদী)। ঘটনা জানার পর দ্রুত তৎপর হয়ে পুলিশ পোস্টারগুলি সরিয়ে দেয়। তালডাংরা থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশি টহলও বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।