এবার রুজিরা নিয়ে মুখ খুললেন মমতা, বিমানবন্দরে নোটিশ ধরানো অমানবিক
ইমামা খাতুন
- আপডেট :
৫ জুন ২০২৩, সোমবার
- / 19
পুবের কলম প্রতিবেদক: রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানো নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই এই বিষয়টি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার নবান্নের নিচে টোল প্লাজায় নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অমানবিক বিষয় চলছে। ও একটি পাঞ্জাবী মেয়ে। ওর মা অসুস্থ। ইডিকে জানিয়েই যাচ্ছিল ও। তখনই ওরা বলতে পারতো যাওয়া যাবে না। কিন্তু তা না করে বিমানবন্দরে তাকে হাজিরার নোটিশ ছড়ানো হল।
এদিন নবান্ন টোল প্লাজায় করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ওর মা খুব অসুস্থ। ও একটা পাঞ্জাবের মেয়ে। সুপ্রিম কোর্টের পারমিশন দেওয়া ছিল। যদি ও কখনো বাইরে যায় তাহলে ইডিকে একটা জানাতে হবে। সেই অনুযায়ী ও ইডিকে জানিয়েও ছিল। তখন ইডি বলতে পারতো তুমি যেও না। কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিশ ধরানো যে ৮ তারিখে তুমি এসো। অমানবিক জিনিস চলছে। এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কিভাবে দানব দৈত্য গিরি করা যায় সেদিকেই ওদের ঝোঁক। একদিকে মৃত্যুর মিছিল চলছে। কোনো লজ্জা নেই, কোনো সমবেদনা নেই। মৃত্যুর মিছিল মানুষের পাশে না দাঁড়িয়ে কিভাবে তাকে ধামাচাপা দেওয়া যায় তার কম্পিটিশনে নেমেছে। আমি এই প্রতিযোগিতায় যেতে চাই না। আমার জীবনের সব সময় প্রাধান্য পেয়েছে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর বিষয়টি।
প্রসঙ্গত এদিন সকাল সাতটাতে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় বাধা পান অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাতটা নাগাদ বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন করার সময় তাকে আটকে দেওয়া হয়। বলা হয় আপনি বিদেশ যেতে পারবেন না। পরবর্তীতে তাকে আট জুন হাজিরার নির্দেশ ধরানো হয়। তারপরই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।