পুবের কলম, ওয়েব ডেস্ক: শনিবার সাধারণ বাজেট বক্তৃতায় ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী জানালেন, ১২ লক্ষ টাকা অবধি কোনও আয়কর লাগবে না। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলবে ৭৫ হাজার পর্যন্ত। অর্থাৎ, মোট ১২ লক্ষ ৭৫ হাজার পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছে।
নতুন করের হার:
বার্ষিক ৪ লাখ টাকা আয়- ০%
বার্ষিক ৪ লাখ থেকে ৮ লাখ টাকা আয়ে- ৫%
বার্ষিক ৮ লাখ থেকে ১২ লাখ টাকা আয়ে- ১০%
বার্ষিক ১২ লাখ থেকে ১৬ লাখ টাকা আয়ে- ১৫%
বার্ষিক ১৬ লাখ থেকে ২০ লাখ টাকা আয়ে- ২০%
বার্ষিক ২০ লাখ থেকে ২৪ লাখ টাকা আয়ে- ২৫%
বার্ষিক ২৪ লাখ টাকার উপর আয়ে- ৩০%