আপত্তিকর ধর্মীয় পোস্ট: গোষ্ঠী সংঘর্ষে নিহত ১, জারি ১৪৪

- আপডেট : ১৪ মে ২০২৩, রবিবার
- / 11
পুবের কলম,ওয়েবডেস্ক: ফের সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করে অশান্তি তৈরির চেষ্টা। ঘটনাটি মহারাষ্ট্রের আকোলাতে। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে একটি সম্প্রদায়কে নিশানা করে ধর্ম সংক্রান্ত একটি অবমাননাকর মন্তব্য পোস্ট করা হয়। স্বাভাবিকভাবেই বিষয়টি নজরে আসতে উত্তেজনা তৈরি হতে থাকে। একসময় তা রীতিমতো সাম্প্রদায়িক হিংসার চেহারা নেয়। শনিবার থেকে এই অশান্তির সূত্রপাত হলেও রবিবারও পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। জানা গিয়েছে, দুই গোষ্ঠীর সংঘর্ষে ইতিমধ্যে একজন নিহত হয়েছে। তাঁর নাম বিলাস গায়কোয়াড়। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১১জন জখম হয়েছে। তাঁদের মধ্যে ২জন পুলিশকর্মীও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, কর্নাটকের ভোটের ফল প্রকাশ হওয়ার পর এক ব্যক্তি ধর্মীয় অবমাননাকর মন্তব্য পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। তা নজরে আসতেই অনেকেই প্রতিবাদ জানাতে শুরু করে। অনেকে রাস্তায় নেমে আসে। একসময় দু’ই গোষ্ঠীর মধ্যে পাথর নিক্ষেপ শুরু হয়ে যায়। আকোলার পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু হয়। তার জেরেই ২জন পুলিশকর্মী জখম হয়েছে। একটি পুলিশ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা ৭-৮টি গাড়িতে ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মহা-রাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পুরো ঘটনাটি নজরে রেখেছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত ২৬জনকে পুলিশ গ্রেফতার করেছে। গোটা শহরে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।