পুরনো ভালোবাসা, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

- আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: : ৯০ দশকে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তি পায়। অভিনয় করেছিলেন সলমন খান, ঐশ্বর্যা রাই, অজয় দেবগণ। সিনেমায় দেখা যায়, অজয় দেবগণের সঙ্গে বিয়ের পরেও প্রেমিক সলমনকে ভুলতে পারেননি ঐশ্বর্যা। অজয় দেবগণও স্ত্রীকে প্রেমিক সলমনের কাছেই চলে দেওয়ার আজাদি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্বামীর ভালোবাসার টানে প্রেমিক সলমনের কাছে ফিরে যাননি ঐশ্বর্যা। একটু আলাদা হলেই সেই সিনেমার মতোনই ঘটনা ঘটল বিহারে। নিজে দাঁড়িয়ে থেকেই স্ত্রীয়ের সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। বিহারের নওয়াদা জেলার এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শিবমন্দিরেই যুগলের মিলন করিয়ে দেন স্বামী।
বিয়ের পরেও প্রেমিককে ভুলতে পারেননি স্ত্রী, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। স্ত্রীয়ের এই কথা জানার পরেও রাগ করেননি স্বামী। বরং স্ত্রীয়ের মানসিক অবস্থা বুঝে তার পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছেন তিনি। শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসে। শিবমন্দিরে রীতিমতো সিঁথিতে সিঁদূর পরিয়ে দেন প্রেমিক। সেই মুহূর্তেই প্রেমিকাকে কাঁদতেও দেখা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দেখা করতে গভীর রাতে তার বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। সেই সময় কর্মসূত্রে বাইরে ছিলেন তার স্বামী। এই কথা জানাজানি হতেই ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে পরিবারে সদস্যরা। তার প্রেমিককেও মারধর করা হয়। পরে দু’জনকে আটকে রাখা হয়। গ্রাম ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। বাড়ি ফিরে আসার পর, পুরো ঘটনার কথা জানতে পারেন স্বামী। তার পরেই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতোই প্রেমিকের সঙ্গে স্ত্রীয়ের বিয়ে দিয়ে দেন স্বামী। ওই মহিলার প্রেমিকও বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে।