BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

ইন্ডিয়া জোট ভেঙে দিন! এবার সরব ওমর আবদুল্লাহ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নয়াদিল্লি, ৯ জানুয়ারিঃ বিজেপিকে রুখতে বিরোধীরা একজোট হয়ে তৈরি করেছিল ‘ইন্ডিয়া’। সেই জোটের ভবিষ্যৎ নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। সংসদে শীতকালীন অধিবেশনে ইন্ডিয়া জোটের বিক্ষোভে দেখা যায়নি তৃণমূলকে। তারা আলাদাভাবে বিক্ষোভ দেখিয়েছিল। সেইসময়ই ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আর এবার সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা ওমর আবদুল্লাহ। এর আগে অখিলেশ যাদব, তেজস্বী যাদব ‘ইন্ডিয়া’ জোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

 

বৃহস্পতিবার ওমর আবদুল্লাহ বলেন, ‘এটা দুঃখজনক যে ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হচ্ছে না। কে হবেন এর নেতা? অ্যাজেন্ডা কী হবে? কীভাবে এগোবে জোট? এই নিয়ে কোনও আলোচনা নেই। আমরা ঐক্যবদ্ধ থাকব কি থাকব না সে বিষয়েও কোনও স্পষ্টতা নেই। দিল্লি নির্বাচনের পর জোটের বৈঠক হওয়া উচিত। এতে স্বচ্ছতা থাকা উচিত।

 

এই জোট যদি শুধুমাত্র ২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত হয়ে থাকে তবে তা ভেঙে দিন। তা যদি না হয়ে থাকে তবে বিধানসভায়ও তা রাখতে হবে। জোটকে একসঙ্গে কাজ করতে হবে। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছিলেন, ইন্ডিয়া জোট লোকসভার জন্য আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

বিহারে আমরা প্রথম থেকেই একসঙ্গে ছিলাম। সপা নেতা অখিলেশ যাদব বলেছিলেন, আমরা দিল্লির মানুষের প্রতি বৈষম্য দেখেছি। আমি অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানাই যে এত কিছুর পরেও তাঁর সাহস এতটুকু কমেনি। উল্লেখ্য, দিল্লিতে বিধানসভা ভোটে আপের বিরুদ্ধে লড়ছে কংগ্রেসও। সেক্ষেত্রে দিল্লিতে মূল লড়াই হচ্ছে ত্রিমুখী—আপ, কংগ্রেস ও বিজেপি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder