ধর্মীয় স্বাধীনতায় আক্রমণ: ওয়াকফ নিয়ে মামলার হুঁশিয়ারি ওমরের

- আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 28
পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি)। নয়া আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করবে এনসি বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বুধবার তিনি বলেছেন, “ওয়াকফ আইন নিয়ে আমরা (এনসি) আইনি লড়াই লড়ব। শীর্ষ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।” ওমর আবদুল্লার মতে, এই আইন দেশজুড়ে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, সাম্য এবং সম্পত্তির অধিকারের উপর সরাসরি আক্রমণ। সংশোধিত আইনটি সংবিধানের ১৪, ১৫, ২১, ২৫, ২৬, ২৯ এবং ৩০০এ ধারায় প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এনিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করবে এনসি।
Read More: বাইজুর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কোটি কোটি টাকা চুরির অভিযোগ
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, “ওয়াকফ আইন নিয়ে আমরা চিন্তিত। একটি মাত্র ধর্মকে লক্ষ্যবস্তু করে এই আইন আনা হয়েছে। সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় বিষয়ে আঘাত হানতে চাইছে কেন্দ্র।” তিনি আরও বলেন, “প্রত্যেক ধর্মেরই নিজস্ব সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যেক ধর্মের নিজস্ব ধর্মীয় রীতি রেওয়াজ ও দায়িত্ব পালনের অধিকার রয়েছে। কিন্তু এই আইনের মাধ্যমে অমুসলিমদেরও ওয়াকফের কার্যক্রম পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটি অসাংবিধানিক।”