নেপাল থেকে ভারতে আসার পথে বাস উলটে আহত ৬০

- আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক: নেপাল থেকে ভারতে ফেরার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস। ৭০ জন যাত্রী নিয়ে উলটে যায় বাসটি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না থাকলেও এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছে বলেই জানা গেছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নেপালের ত্রিবেণী ধাম থেকে ফিরছিল তারা। তীর্থযাত্রা করতে বেরিয়েছিলেন সকলে, ফেরার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। তারা সকলেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। শনিবার বিকেলে ভারত সীমান্তের কাছে নেপালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। থুতিবাড়ি আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৫০০ মিটার দূরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে বাসটি। সীমান্তে মোতায়েন থাকা পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন।
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ জানিয়েছে, ত্রিবেণী ধাম দর্শনের পর নারায়ণী নদীতে পুণ্যস্নান করেছিলেন অনেকে। তার পর বাসে চেপে ভারতে ফিরছিলেন। সেই সময় একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার উপরে যাত্রিবোঝাই বাস উলটে কাত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নেপাল পুলিশের আধিকারিকেরা। আহতদের উদ্ধার করে পৃথ্বীচাঁদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে ওই ৬০ জনের।
দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের জেলাশাসক নেপালের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আহতদের খোঁজখবর নেন। কয়েক জন কর্মকর্তাকে পরিস্থিতি পর্যালোচনার জন্য উত্তরপ্রদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে বলেও সূত্রের খবর।