অলিম্পিকে ক্রিকেট খেলবে ৬টি দেশ

- আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 28
পুবের কলম, ওয়েব ডেস্ক: যেমনটা শোনা যাচ্ছিল, তেমনই হল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
১২৮ বছর পরে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের অলিম্পিকে অংশ নেবে মোট ৬টি দেশ। আয়োজক দেশ হিসেবে খেলবে আমেরিকা। বাকি পাঁচটি দেশকে যোগ্যতা অর্জন পর্ব খেলে আসতে হবে। পুরুষদের পাশাপাশি আগামী অলিম্পিকে মহিলাদেরও ক্রিকেট হবে। সেখানেও অংশ নেবে ৬টি দেশ। খেলা হবে টি-২০ ফরম্যাটে। প্রতিটা দলে থাকতে পারবে সর্বোচ্চ ১৫ জন সদস্য। তবে পাঁচটি দেশ কিভাবে যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে সেই বিষয়ে আইসিসি বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এখনও পর্যন্ত কিছু জানায়নি।
ক্রিকেট অন্তর্ভুক্ত হলেও, ২০২৮ সালের অলিম্পিকে ফুটবলে কমছে দেশের সংখ্যা। পুরুষদের ফূটবলে এত দিন ১৬টি দেশ খেলত। এ বার থেকে তা কমে হচ্ছে ১২টি। তবে মহিলাদের ফুটবলে দেশের সংখ্যা বাড়ছে। লস অ্যাঞ্জেলসে মহিলা ফুটবলে ১৬টি দেশ অংশ নিতে পারবে। পাশাপাশি অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে কমপাউন্ড তির¨াজি।