বেআইনিভাবে গ্যাস সিলিন্ডারের বিরুদ্ধে অভিযান

- আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 9
শুভজিৎ দেবনাথঃ ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান ধূপগুড়ি শহরের বুকে।এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার প্রায় ৭৩ টি গ্যাস সিলিন্ডার। এদিন দুপুর নাগাদ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক সৈকত ভদ্রের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
সূত্রের খবর,প্রথমে পুরসভার ৯ নং ওয়ার্ডে অপু ভৌমিক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।তার বাড়িতে মজুত রাখা প্রায় ৭০ টি খালি এবং ৩ টি ভর্তি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ঐ বিভাগ সুত্রে জানানো হয় আই ও সি এল,ভারত গ্যাস এবং এইচ পি এই তিন সংস্থারই সিলিন্ডার উদ্ধার হয় তার বাড়ি থেকে।এরপর ঐ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসে জিঞ্জাসাবাদ করা হয়।এরপর গ্রেফতার করা হয়।এদিকে উদ্ধার হওয়া সিলিন্ডার গুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুত্রে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও আরো চালানো হবে।