BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

গাজা যুদ্ধের সংবাদ প্রচার নিয়ে কাঠগড়ায় বিবিসি

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

লন্ডন, ৩ নভেম্বর: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসন নিয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগ করেছেন খোদ সংবাদমাধ্যমটির শতাধিক কর্মী। তারা বলেছেন, বিবিসি ইসরাইলের পক্ষ নিয়ে সংবাদ প্রচার করেছে।

এছাড়া সংবাদমাধ্যমটির ‘যথাযথ তথ্যপ্রমাণভিত্তিক সাংবাদিকতা’র অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও সিইও ডেবোরা টার্নেসকে পাঠানো এক চিঠিতে তারা এ সব অভিযোগ করেন। চিঠিতে তারা বলেছেন, ‘ইসরাইলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করার ক্ষেত্রে বিবিসির মৌলিক সাংবাদিকতা নীতির অভাব রয়েছে।’

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে শতাধিক বিবিসি কর্মী রয়েছেন। এছাড়া অন্যান্য গণমাধ্যমের আরও দুই শতাধিক কর্মী এতে স্বাক্ষর করেছেন। আরও রয়েছেন ইতিহাসবিদ, অভিনেতা, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। এতে বলা হয়, প্রতিটি টেলিভিশন প্রতিবেদন, নিবন্ধ ও রেডিয়ো সাক্ষাৎকার ইসরাইলের দাবিকে শক্তভাবে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে। এগুলো পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের অমানবিক পরিস্থিতিকে আরও জটিল করেছে।

গাজায় ইসরাইলের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৪১৪ জন নিহত ও ১ লাখের বেশি মানুষ আহত হয়েছেন। স্বাক্ষরকারীরা বিবিসিকে সম্পাদকীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল গাজায় বহিরাগত সাংবাদিকদের ঢুকতে দেয় না। চিঠিতে ২০২৩ সালের  অক্টোবর পূর্ববর্তী নিয়মিত ঐতিহাসিক প্রেক্ষাপটসহ প্রতিটি সাক্ষাৎকারে ইসরাইলি সরকার ও সামরিক প্রতিনিধিদের দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করার আহ্বান জানানো হয়েছে।

READ MORE: গাজার জাবালিয়ায় কয়েক ঘণ্টায় ৫০ শিশু হত্যা: ইউনিসেফ

চিঠিতে আরও বলা হয়, ব্রিটিশ গণমাধ্যম সংস্থা যেমন- বিবিসি, আইটিভি ও স্কাই নিউজের প্রতি মানুষের ‘উচ্চ স্তরের’ আস্থা রয়েছে। সুতরাং তাদের দায়িত্ব রয়েছে নির্ভয়ে প্রমাণসহ তথ্য উপস্থাপন করা। গাজার পরিস্থিতি নিয়ে বিবিসির পক্ষপাতদুষ্ট সংবাদ তাদের নিজস্ব সম্পাদকীয় মান, নিরপেক্ষতা ও স্বাধীনতাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে।

তবে গাজার সংবাদ উপস্থাপনে পক্ষপাতিত্বের এই অভিযোগ অস্বীকার করেছে বিবিসি। সংবাদমাধ্যমটির একজন মুখপাত্র বলেছেন, ‘যখন আমরা ভুল করি বা প্রতিবেদন করার পদ্ধতিতে পরিবর্তন করি, তখন আমরা পরিষ্কার করে দিই।’ ওই মুখপাত্র আরও বলেন, ‘আবার আমাদের প্রতিবেদনে যে সীমাবদ্ধতা রয়েছে, তা নিয়েও আমরা আমাদের শ্রোতাদের কাছে খুব স্পষ্টভাবে বলে দিই। যেমন গাজায় প্রবেশাধিকার বন্ধ এবং লেবাননের কিছু অংশে সীমিত প্রবেশাধিকারসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও তথ্য সংগ্রহে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে।’

এর আগে গত বছরের গত নভেম্বরে অর্থাৎ গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার এক মাসেরও বেশি সময় পর বিবিসি নিযুক্ত আট ব্রিটিশ সাংবাদিক আল-জাজিরাকে একটি চিঠি লিখেছিলেন। তাতে তারা বলেন, বিবিসি ‘গাজা যুদ্ধের খবর প্রচারের ক্ষেত্রে দ্বিচারিতা’র দোষে দোষী’।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder