P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

পুবের কলম ওয়েবডেস্ক: প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের (P. K. Banerjee) বাড়িতে খুনের ঘটনা। তাঁর সল্টলেকের বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। মদের আসরে ড্রাইভারের সঙ্গে বচসার জেরে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে।

পিকে বন্দ্যোপাধ্যায়ের (P. K. Banerjee) সল্টলেকের বাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির পরিচারককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিধাননগর মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: শহরে ফের ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার, পুলিশি তৎপরতায় গ্রেফতার ২

সূত্রের খবর, দোলের দিন মদ খাওয়া নিয়ে পিকে বন্দ্যোপাধ্যায়ের (P. K. Banerjee) গাড়িচালক বরুণ ঘোষের সঙ্গে বচসা হয়েছিল পরিচারক ভগীরথ মুহুরির। অভিযোগ, বেশি রাতে অস্ত্র নিয়ে ভগীরথের উপর চড়াও হয় বরুণ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পরিচারক ভগীরথ । তাঁর চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তে নেমে গাড়িচালক বরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে তুলে হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder