২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Pahalgam terror attack: হিন্দু হত্যা প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন আসাদউদ্দিন ওয়েইসি

চামেলি দাস
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক:  পাকিস্তান আইসিসের উত্তরসূরি, এভাবেই পড়শি দেশকে তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি। পহেলগাঁও হামলায় এইভাবেই নিন্দা জানান তিনি। ধর্মীয় পরিচয়ের জন্য নিরীহ মানুষকে হত্যা করা ইসলামের আদর্শ নয় বলেও জানান তিনি। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এইআইএমআইএম সুপ্রিমো বলেন পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না। পাকিস্তানের বাজেটের চেয়ে ভারতের সামরিক বাজেট অনেক বেশি বলে জানান তিনি।

আরও পড়ুন : digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

রবিবার পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতকে হুমকি দেন। হুমকির সুরে বলেন ১৩০টি পরমাণু মিসাইল ভারতের দিকে নিশানা করে আছে। এই মন্তব্যের পাল্টা তোপ দেগেছেন ওয়েইসি। মহারাষ্ট্রের একটি সভা থেকে তিনি বলেন,  “তোমরা কোন ধর্মের কথা বলছ? তোমাদের কার্যকলাপ থেকেই বোঝা যায়, আসলে আইসিস জঙ্গিদের উত্তরসূরি তোমরা।”  উল্লেখ্য, পহেলগাঁও হামলার নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গিরা আছে বলে খবর। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে পাক যোগের তত্ত্ব উঠে এসেছে। তাই পাকিস্তানকে জঙ্গিদের সঙ্গে  তুলনা করলেন ওয়েইসি।

২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটক মারা যান। পাক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার যোগ রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। এই আবহেই পাকিস্তানকে হুঁশিয়ারি এইআইএমআইএম সুপ্রিমোর। জনসভা থেকে তিনি বলেন, “পাকিস্তান ভারতের থেকে আধঘণ্টা নয়, অর্ধ শতাব্দী পিছিয়ে রয়েছে। আমাদের সামরিক বাজেট তো পাকিস্তানের গোটা বাজেটের থেকে বেশি। তাই পাকিস্তানি নেতারা ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না।”  পহেলগাঁও হামলার পর সরকারের পাশে থাকারও বার্তা দিয়েছেন ওয়েইসি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pahalgam terror attack: হিন্দু হত্যা প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন আসাদউদ্দিন ওয়েইসি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  পাকিস্তান আইসিসের উত্তরসূরি, এভাবেই পড়শি দেশকে তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি। পহেলগাঁও হামলায় এইভাবেই নিন্দা জানান তিনি। ধর্মীয় পরিচয়ের জন্য নিরীহ মানুষকে হত্যা করা ইসলামের আদর্শ নয় বলেও জানান তিনি। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এইআইএমআইএম সুপ্রিমো বলেন পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না। পাকিস্তানের বাজেটের চেয়ে ভারতের সামরিক বাজেট অনেক বেশি বলে জানান তিনি।

আরও পড়ুন : digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

রবিবার পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতকে হুমকি দেন। হুমকির সুরে বলেন ১৩০টি পরমাণু মিসাইল ভারতের দিকে নিশানা করে আছে। এই মন্তব্যের পাল্টা তোপ দেগেছেন ওয়েইসি। মহারাষ্ট্রের একটি সভা থেকে তিনি বলেন,  “তোমরা কোন ধর্মের কথা বলছ? তোমাদের কার্যকলাপ থেকেই বোঝা যায়, আসলে আইসিস জঙ্গিদের উত্তরসূরি তোমরা।”  উল্লেখ্য, পহেলগাঁও হামলার নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গিরা আছে বলে খবর। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে পাক যোগের তত্ত্ব উঠে এসেছে। তাই পাকিস্তানকে জঙ্গিদের সঙ্গে  তুলনা করলেন ওয়েইসি।

২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটক মারা যান। পাক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার যোগ রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। এই আবহেই পাকিস্তানকে হুঁশিয়ারি এইআইএমআইএম সুপ্রিমোর। জনসভা থেকে তিনি বলেন, “পাকিস্তান ভারতের থেকে আধঘণ্টা নয়, অর্ধ শতাব্দী পিছিয়ে রয়েছে। আমাদের সামরিক বাজেট তো পাকিস্তানের গোটা বাজেটের থেকে বেশি। তাই পাকিস্তানি নেতারা ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না।”  পহেলগাঁও হামলার পর সরকারের পাশে থাকারও বার্তা দিয়েছেন ওয়েইসি।