২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Pahalgam terror attack: পাশে থাকার বার্তা মার্কিন গোয়েন্দা প্রধানের

চামেলি দাস
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 26

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। তার মধ্যে একজন কাশ্মীরের স্থানীয় বাসিন্দাও রয়েছে। এবার পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করলেন এফবিআই প্রধান কাশ প্যাটেল। ভারতের পাশে থাকার বার্তা এফবিআই ডিরেক্টরের। ভারতীয় বংশোদ্ভূত কাশ স্পষ্ট ভাষায় বলেন, “পহেলগাঁওয়ের হামলা গোটা বিশ্বকে মনে করিয়ে দেয় সন্ত্রাসের শয়তান কীভাবে বারবার ভয় দেখিয়ে চলেছে।” পুলওয়ামার পর জম্মু-কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলা ঘটে যায় মঙ্গলবার। হামলায় জড়িত জঙ্গিরা বেশিরভাগই বিদেশি। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতে এসে হামলা চালিয়েছে বলে খবর।

আরও পড়ুন:Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেছে গোটা বিশ্ব। বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইমানুয়েল ম্যাক্রোঁ, ইরানের প্রেসিডেন্ট-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। হামলার তীব্র নিন্দা করে কড়া বিবৃতি দিয়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ফোন করেছিলেন ‘বন্ধু’ মোদিকে। এবার ভারতের পাশে থাকার বার্তা দিল মার্কিন গোয়েন্দা সংস্থাও। এক্স হ্যান্ডলে পোস্ট করে কাশ প্যাটেল লিখেছেন, “কাশ্মীরে মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। সেই সঙ্গে ভারত সরকারকেও জানাতে চাই, আমরা তাঁদের পাশে রয়েছি। এই হামলা গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে সন্ত্রাস কীভাবে বারবার ভয় দেখাচ্ছে আমাদের।” পহেলগাঁও ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানি ভিসা বাতিলের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে বলা হয়েছে। এই আবহে ভারতের মার্কিন গোয়েন্দাদের সাহায্যের প্রয়োজন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মার্কিন গোয়েন্দা প্রধানের ইঙ্গিত কি সেদিকেই? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pahalgam terror attack: পাশে থাকার বার্তা মার্কিন গোয়েন্দা প্রধানের

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। তার মধ্যে একজন কাশ্মীরের স্থানীয় বাসিন্দাও রয়েছে। এবার পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করলেন এফবিআই প্রধান কাশ প্যাটেল। ভারতের পাশে থাকার বার্তা এফবিআই ডিরেক্টরের। ভারতীয় বংশোদ্ভূত কাশ স্পষ্ট ভাষায় বলেন, “পহেলগাঁওয়ের হামলা গোটা বিশ্বকে মনে করিয়ে দেয় সন্ত্রাসের শয়তান কীভাবে বারবার ভয় দেখিয়ে চলেছে।” পুলওয়ামার পর জম্মু-কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলা ঘটে যায় মঙ্গলবার। হামলায় জড়িত জঙ্গিরা বেশিরভাগই বিদেশি। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতে এসে হামলা চালিয়েছে বলে খবর।

আরও পড়ুন:Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেছে গোটা বিশ্ব। বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইমানুয়েল ম্যাক্রোঁ, ইরানের প্রেসিডেন্ট-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। হামলার তীব্র নিন্দা করে কড়া বিবৃতি দিয়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ফোন করেছিলেন ‘বন্ধু’ মোদিকে। এবার ভারতের পাশে থাকার বার্তা দিল মার্কিন গোয়েন্দা সংস্থাও। এক্স হ্যান্ডলে পোস্ট করে কাশ প্যাটেল লিখেছেন, “কাশ্মীরে মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। সেই সঙ্গে ভারত সরকারকেও জানাতে চাই, আমরা তাঁদের পাশে রয়েছি। এই হামলা গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে সন্ত্রাস কীভাবে বারবার ভয় দেখাচ্ছে আমাদের।” পহেলগাঁও ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানি ভিসা বাতিলের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে বলা হয়েছে। এই আবহে ভারতের মার্কিন গোয়েন্দাদের সাহায্যের প্রয়োজন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মার্কিন গোয়েন্দা প্রধানের ইঙ্গিত কি সেদিকেই? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা।