শাহিন আফ্রিদিকে নিয়ে তোলপাড় পাক ক্রিকেট

- আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে এখন চূড়ান্ত ডামাডোল চলছে। আর সেই ডামাডোলটা স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে। চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। এশিয়া কাপে তাঁকে না পাওয়াটা পাকিস্তানের কাছে নিশ্চিতভাবেই ড্র ব্যাক হয়েছে। কিন্তু সেই চোটের পর তাঁর চিকিৎসা নিয়ে রীতিমতো নাটক শুরু হয়েছে পাক ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপগামী দলে শাহিন আফ্রিদি থাকলেও তাঁকে আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন পাক ক্রিকেট সমর্থকরা।
চিকিৎসার জন্য তিনি গিয়েছেন লন্ডনে। কিন্তু সেখানেও বিতর্ক। পিসিবি বলছে তাঁরাই নাকি শাহিন আফ্রিদিকে চিকিৎসার জন্য লন্ডন পাঠিয়েছে। কিন্তু প্রাক্তন ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি বিষ্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ‘পিসিবি কোনও চেষ্টাই করেনি শাহিনের চোট সারানোর বিষয়ে। কারণ ও লন্ডনে গিয়েছে নিজের খরচে। এমনকি লন্ডনে যে চিকিৎসকের কাছে শাহিন আফ্রিদি চিকিৎসা করাচ্ছেন, সেটাও আমি ব্যবস্থা করে দিয়েছি। কারণ ও আমার কাছে ফোন করে জানতে চেয়েছিল। সম্পূর্ণ নিজের চেষ্টাতেই ও সুস্থ হয়েছে। যত দূর জানি, পিসিবির ক্রিকেট ডিরেক্টর দু’একবার ফোন করেই দায় সেরেছেন।’
এদিকে শাহিন আফ্রিদিকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে পাক ক্রিকেটে তাতে খুব উদ্বিগ্ন প্রাক্তন ক্যাপ্টেন তথা স্পিড স্টার ওয়াসিম আক্রম। শাহিদ আফ্রিদি যা বলেছেন, তা শুনে আক্রম জানালেন, ‘এটা যদি হয়ে থাকে তাহলে তা পাক ক্রিকেটের জন্য খুব দুর্ভাগ্যজনক। ও আমাদের সেরা প্লেয়ার। ওই আমাদের বক্স অফিস। ওকে সেরা শল্য চিকিৎসকের কাছে পাঠানো হোক। যাতে বিশ্বকাপে ওকে পাওয়া যেতে পারে।’
অবশ্য আফ্রিদির দাবিকে নস্যাৎ করে পিসিবি জানিয়েছে, ‘শাহিনের বিষয়ে শাহিদ আফ্রিদি যা জানিয়েছেন তা সত্য নয়। আমরা প্রত্যেক ক্রিকেটারের বিষয়ে খুব সচেতন। চোট পাওয়া ক্রিকেটারদের ব্যবস্থা নেওয়া ও তারা সুস্থ হওয়ার পর তাদের পরবর্তী ব্যবস্থা করা, সবটাই করে পিসিবি। পাকিস্তানের প্রাক্তন নির্বাচক মুহাম্মদ ওয়াসিম জানিয়েছেন, ‘আফ্রিদির এখন যা অবস্থা তাতে ও সামনের মাসেই অনুশীলনে নেমে পড়তে পারবে। বিশ্বকাপেও আমরা ওকে পাব।’