১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের ভূমিকম্পের প্রভাব জম্ম-কাশ্মীরে, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৮

চামেলি দাস
  • আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 15

পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার ফের ভূমিকম্প। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে শনিবার দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে কেন্দ্রস্থল ছিল। জম্মু ও কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন: আচমকা দেশজুড়ে বন্ধ UPI পরিষেবা, নাজেহাল গ্রাহকরা

কাশ্মীর উপত্যকা একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অতীতেও এখানে একাধিকবার ভূমিকম্প হয়েছে। ২০০৫ সালে ৮ অক্টোবর সবথেকে বড় ভূমিকম্পটি হয়। সকাল ৮.৫০ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাক অধিকৃ কাশ্মীরের মুজাফফরাবাদ। নিয়ন্ত্রণ রেখার উভয়দিকে ভূমিকম্পের ফলে প্রায় ৮০ হাজার মানুষ মারা যান। ২০০৫ সালের ভূমিকম্প আফগানিস্তান, তাজিকিস্তান, ভারত এবং জিনজিয়াং অঞ্চলে অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের তীব্রতা ১৯৩৫ সালের কোয়েটার ভূমিকম্পকেও ছাড়িয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা ভবিষ্যতে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কাশ্মীর এবং চেনাব উপত্যকায় ভূমিকম্প-বান্ধব কাঠামো নির্মাণের ব্যাপারে জোর দেয়। ঐতিহ্যবাহী কাঠ ও মাটির কাঠামোর পরিবর্তে কংক্রিটের নির্মাণের ফলে ভূমিকম্পের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের ভূমিকম্পের প্রভাব জম্ম-কাশ্মীরে, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৮

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার ফের ভূমিকম্প। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে শনিবার দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে কেন্দ্রস্থল ছিল। জম্মু ও কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন: আচমকা দেশজুড়ে বন্ধ UPI পরিষেবা, নাজেহাল গ্রাহকরা

কাশ্মীর উপত্যকা একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অতীতেও এখানে একাধিকবার ভূমিকম্প হয়েছে। ২০০৫ সালে ৮ অক্টোবর সবথেকে বড় ভূমিকম্পটি হয়। সকাল ৮.৫০ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাক অধিকৃ কাশ্মীরের মুজাফফরাবাদ। নিয়ন্ত্রণ রেখার উভয়দিকে ভূমিকম্পের ফলে প্রায় ৮০ হাজার মানুষ মারা যান। ২০০৫ সালের ভূমিকম্প আফগানিস্তান, তাজিকিস্তান, ভারত এবং জিনজিয়াং অঞ্চলে অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের তীব্রতা ১৯৩৫ সালের কোয়েটার ভূমিকম্পকেও ছাড়িয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা ভবিষ্যতে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কাশ্মীর এবং চেনাব উপত্যকায় ভূমিকম্প-বান্ধব কাঠামো নির্মাণের ব্যাপারে জোর দেয়। ঐতিহ্যবাহী কাঠ ও মাটির কাঠামোর পরিবর্তে কংক্রিটের নির্মাণের ফলে ভূমিকম্পের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।