Pahalgam Terror Attack: পাক সরকারের এক্স হ্যান্ডেল বন্ধ ভারতে

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 42
পহেলগাঁও হামলায় কূটনৈতিক আঘাত নয়াদিল্লির
পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিকভাবে আঘাত এনেছে নয়াদিল্লি। সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার পহেলগাঁও হামলার প্রতিবাদে পাক সরকারের এক্স হ্যান্ডেল বন্ধ করল নয়াদিল্লি। এক্স অ্যাকাউন্টটি ব্লক করার নির্দেশ দেওয়ার পরই সেটি বন্ধ করল ইলন মাস্কের সংস্থা। পুরোপুরি ভারত-পাক সম্পর্ক কার্যত শেষ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: সন্ত্রাসবাদের কোমর না ভাঙা পর্যন্ত বিশ্রাম নেবে না ভারত: কড়া হুঁশিয়ারি মোদির
জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলায় নিহত হয়েছে ২৬ জন। মঙ্গলবারের ভয়াবহ জঙ্গি হামলার খবর পেয়ে বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবারই পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রি। জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।