পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন প্রেসিডেন্ট, আপাতত পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইমরান খান

- আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার ছিল পাকিস্তানে হাইভোল্টেজ নাটক। শেষ মুহূর্তে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরে নতুন নির্বাচনের ডাক দিয়েছেন ইমরান খান ৷ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। ইমরান খানের সুপারিশের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছেন। জাতির উদ্দেশে এক ভাষণে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন পাক প্রধানমন্ত্রী। তার আধঘণ্টা পরই রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত দেন। বিরোধীরা এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, যার ভিত্তিতে শীর্ষ আদালত একটি বিশেষ বেঞ্চও গঠন করেছে। জাতির উদ্দেশে ওই ভাষণে ইমরান খান পাকিস্তানের জনগণকে “নির্বাচনের জন্য প্রস্তুত হতে” বলেন। তিনি আরও জানান, এই সরকারকে পতনের যে ষড়যন্ত্র করা হয়েছিল তা ভেস্তে গিয়েছে।
নিয়ম অনুযায়ী নব্বই দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হবে। এই সময়ে অবশ্য ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে।পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল।কিন্তু পার্লামেন্টের ডেপুটি স্পিকার ওই প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি করতে অস্বীকৃতি জানান। তিনি বলেছেন, বিরোধীদের আনা প্রস্তাবটি সংবিধান সম্মত নয়।ইমরান খান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র পরিচালিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে বিরোধীরা এই ঘটনার পর সুপ্রিম কোর্টে গিয়েছেন।এদিকে ইতিমধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন পাক প্রেসিডেন্ট। একদিকে প্রেসিডেন্টের নির্দেশ, অন্যদিকে বিরোধীদের সুপ্রিমকোর্টে যাওয়া। দুই মিলিয়ে তৈরী হয়েছে নয়া সাংবিধানিক প্রশ্ন। রাষ্ট্রপতির সিদ্ধান্তকে কে সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে ? উঠছে এই প্রশ্ন ।