২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাক মহিলা দল, সাফ জানাল পিসিবি

চামেলি দাস
  • আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে অভাবনীয় পারফরম্যান্স করে মূলপর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। কোয়ালিফায়ারে তারা দুর্দান্ত পারফরম্যান্স করে একে এক আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশকেও হারিয়ে দিয়েছে। পাকিস্তান ছাড়া বিশ্বকাপের মূলপর্বে আয়োজক ভারত ছাড়া ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, , দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। ২০২৫ সালের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। এতো সবের মধ্যে জটিলতা তৈরি হয়েছে পাকিস্তানের মেয়েরা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ায়। কারণ, এর ফলে ভারত বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে তাদের খেলতে হবে নিরপেক্ষ মাঠে। এদিকে আবার এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন, চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানের মহিলা দল ভারত সফর করবে না।

চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল, তখন ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে সফর করেনি। যার ফলে হাইব্রিড মডেলে ভারতের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হয় দুবাইয়ে। এই ‘হাইব্রিড মডেল’-এর আওতায় সিদ্ধান্ত হয়েছিল, ২০২৭ সাল পর্যন্ত যদি ভারত বা পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজক হয়, তাহলে দুই দেশের দলই নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে। এখন সেই নিয়মের জাঁতাকলে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই চুক্তি অনুযায়ী মেয়েদের বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের পাকিস্তানের বিপক্ষে খেলতে বিদেশ পাড়ি দিতে হবে। বোর্ড সূত্রের খবর, পাক দলকে তারা ভারতের মাটিতে বিশ্বকাপে খেলার জন্য অনুরোধ করবে। তার মধ্যে এদিন আবার পিসিবি চেয়ারম্যান নকভি বলেন, ‘এ বছরের শুরুতে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলি খেলবে। আর এই নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে, সেটা ভারত ও আইসিসি ঠিক করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যেমন পাকিস্তানে খেলেনি এবং আয়োজক হওয়া সত্ত্বেও আমাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়েছিল। ঠিক সেভাবে এবারে আমরাও নিরপক্ষে ভেন্যুতে খেলব। চুক্তি থাকলে তা মেনে চলতে হবে। আমাদের মহিলা দল কোনওমূল্যে ভারত সফর করবে না।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাক মহিলা দল, সাফ জানাল পিসিবি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে অভাবনীয় পারফরম্যান্স করে মূলপর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। কোয়ালিফায়ারে তারা দুর্দান্ত পারফরম্যান্স করে একে এক আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশকেও হারিয়ে দিয়েছে। পাকিস্তান ছাড়া বিশ্বকাপের মূলপর্বে আয়োজক ভারত ছাড়া ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, , দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। ২০২৫ সালের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। এতো সবের মধ্যে জটিলতা তৈরি হয়েছে পাকিস্তানের মেয়েরা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ায়। কারণ, এর ফলে ভারত বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে তাদের খেলতে হবে নিরপেক্ষ মাঠে। এদিকে আবার এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন, চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানের মহিলা দল ভারত সফর করবে না।

চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল, তখন ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে সফর করেনি। যার ফলে হাইব্রিড মডেলে ভারতের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হয় দুবাইয়ে। এই ‘হাইব্রিড মডেল’-এর আওতায় সিদ্ধান্ত হয়েছিল, ২০২৭ সাল পর্যন্ত যদি ভারত বা পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজক হয়, তাহলে দুই দেশের দলই নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে। এখন সেই নিয়মের জাঁতাকলে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই চুক্তি অনুযায়ী মেয়েদের বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের পাকিস্তানের বিপক্ষে খেলতে বিদেশ পাড়ি দিতে হবে। বোর্ড সূত্রের খবর, পাক দলকে তারা ভারতের মাটিতে বিশ্বকাপে খেলার জন্য অনুরোধ করবে। তার মধ্যে এদিন আবার পিসিবি চেয়ারম্যান নকভি বলেন, ‘এ বছরের শুরুতে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলি খেলবে। আর এই নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে, সেটা ভারত ও আইসিসি ঠিক করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যেমন পাকিস্তানে খেলেনি এবং আয়োজক হওয়া সত্ত্বেও আমাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়েছিল। ঠিক সেভাবে এবারে আমরাও নিরপক্ষে ভেন্যুতে খেলব। চুক্তি থাকলে তা মেনে চলতে হবে। আমাদের মহিলা দল কোনওমূল্যে ভারত সফর করবে না।’