বৃদ্ধের হজের খরচ বহন করতে চান পাকিস্তানি ব্যবসায়ী

- আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: গত রমযানে উমরাহ পালনের ভিডিয়ো ভাইরাল হয়ে গেলে রাতারাতি সবার নজরে পড়েন আবদুল কাদির বখশ (৮২) নামে পাকিস্তানি এক বৃদ্ধ। জানা যায়, ১৫ বছর ধরে ছাগল চরানো থেকে অর্জিত অর্থে তিনি উমরাহ পালন করেছেন। সুযোগ পেলে হজও করতে চান। সুখবর হল, পাকিস্তান সুপার লিগ, পিএসএলের ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি তাকে হজ করাতে চান। কিছুদিন আগে মসজিদে নববীতে ঘোরাঘুরি করতে থাকা সাদাসিধে এক বৃদ্ধের ভিডিয়ো ভাইরাল হয়। তার সহজসরল চলাফেরা সবার নজর কাড়ে। সবাই তার পরিচয় জানতে আগ্রহী হয়ে ওঠেন। সউদি ক্রাউন প্রিন্সবিন সালমানের উপদেষ্টা আবদুলের খোঁজ চেয়ে টুইট করেছিলেন। তবে মোবাইল না থাকায় এতকিছু সম্পর্কে আবদুল কাদির বখশ কিছুই জানতে পারেননি। পরে জানা যায়, তিনি পাকিস্তানের বালুচিস্তানের হাব এলাকার ছোট একটি গ্রামের বাসিন্দা। সাংবাদিকদের তিনি জানান, উমরাহ পালনের জন্য তিনি ১৫ বছর ধরে ছাগল চরানো থেকে অর্জিত অর্থ সঞ্চয় করেছিলেন। অবশেষে এ বছর তিনি উমরাহ করতে সমর্থ হন। উমরাহ পালন করে বেজায় খুশি এই বৃদ্ধ বলেন, ‘আমার সমস্ত উদ্বেগ দূর হয়ে গেছে। আমার হৃদয় এখন সন্তুষ্ট। আমি সুখী। নবী সা.র রওজা দেখার ইচ্ছা আমার মঞ্জুর হয়েছে।’ সে সময় তিনি হজে যাওয়ার ইচ্ছাও পোষণ করেন এবং এর জন্য দোয়া করেন। তার এই সাক্ষাৎকার প্রকাশ হলে তার হজের খরচ বহনের প্রস্তাব দিয়েছেন পিএসএলে ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। আবদুল কাদির যদি তার প্রস্তাব গ্রহণ করেন তাহলে তিনি খুশি হবেন বলে জানিয়েছেন।