সড়ক দুর্ঘটনায় নিহত পাকিস্তানের ধর্মমন্ত্রী
ইমামা খাতুন
- আপডেট :
১৬ এপ্রিল ২০২৩, রবিবার
- / 4
পুবের কলম,ওয়েবডেস্ক: সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর। রাজধানী ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে। শনিবার ইফতারের কিছু সময় আগে মন্ত্রী আবদুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িটিকে অপর একটি গাড়ি ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে।
এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রী আবদুল শাকুরের গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা গাড়িটিতে পাঁচজন ছিলেন। তাদের সবাইকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাসপাতালের বাইরে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, আবদুল শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি আরও বলেন, ‘মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।’ আইজিপি বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে।’ কেন্দ্রীয় ধর্মমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। রবিবার দুপুর ২টা নাগাদ লাক্কি মারওয়াতে শাকুরের জানাযা হওয়ার কথা।