BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

গাজা, ২০ ফেব্রুয়ারি: ফিলিস্তিন বিক্রির জন্য নয়, স্পষ্ট ভাষায় ফের একবার এমনই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যেকোনও পরিকল্পনা প্রত্যাখ্যানও করেছেন তিনি।

 

বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভার উদ্বোধনী বত্তৃতায় মাহমুদ আব্বাস বলেন, ‘ফিলিস্তিন বিক্রয়ের জন্য নয়, এমনকি গাজা, পশ্চিম তীর কিংবা জেরুজালেম, ফিলিস্তিনের কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না।’ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্গঠনের নামে গাজা খালি করার প্রস্তাব দিয়েছেন। তিনি চান জর্ডান, মিশর ও সৌদি আরবের মতো দেশগুলো বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনিকে আশ্রয় দিক। আর যদি মিশর ও জর্ডান এসব ফিলিস্তিনদের আশ্রয় না দেন, তবে সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে এই প্রথম নয়, এর আগেও এমন মন্তব্য করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট। গত শনিবার আদ্দিস আবাবা এলাকায় হওয়া আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন মাহমুদ আব্বাস। সে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি। ফিলিস্তিন বিক্রির জন্য নয়। গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না।’

তার আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করে মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder