রবিবার মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি বন্দি খলিল আওয়াদা

- আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনি বন্দি খলিল আওয়াদা ১১১তম দিনে অনশন ভঙ্গ করেছেন। ২৬ জুন তাঁকে মুক্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে। বন্দি অবস্থা থেকে তাঁকে মুক্তি দেওয়া হবে, এই প্রতিশ্রুতি পাওয়ার পরই মঙ্গলবার তিনি অনশন ভঙ্গ করেন। ৪০ বছর বয়সি আওয়াদা বিনা বিচারে ইসরাইলের কারাগারে বন্দি আছেন।
চার সন্তানের পিতাকে ২০২১ সালের ডিসেম্বরে দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরের দক্ষিণে ইথনা গ্রামে তার বাড়ি থেকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছিল। তার স্ত্রী জানিয়েছেন, খলিল ফিলিস্তিনি জনসাধারণের সমস্যা, প্রশাসনিক আটকের বিরুদ্ধে এই অনশন করেছেন। আওয়াদা ছিলেন একজন ট্যাক্সি চালক। ২০০০-এর শুরু থেকে ইসরাইলি কারাগারে মোট ১২ বছর কাটিয়েছেন।
মানবাধিকার গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে ইসরাইলের প্রশাসনিক আটকের নীতির নিন্দা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গ্রেফতার, প্রশাসনিক আটক এবং নির্যাতনের ব্যাপক এবং পদ্ধতিগত ব্যবহার ফিলিস্তিনি জনগণের উপর আধিপত্য ও নিয়ন্ত্রণের রাষ্ট্রীয় নীতির অংশ। এই কাজগুলো মানবতার বিরুদ্ধে বর্ণবাদী অপরাধ, আটক ও নির্যাতনের সমতুল্য।