১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
‘পাপা আপনি আমাদের..’ রাজীব গান্ধির প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট রাহুলের

ইমামা খাতুন
- আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: আজ ২১ মে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৩২ তম প্রয়াণ দিবস। এই দিনে দেশ জুড়ে প্রিয় নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা।
শ্রদ্ধা জ্ঞাপন করেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৩২ তম মৃত্যুবার্ষিকীতে আবেগ ঘন টুইট পুত্র রাহুলের। শনিবার দিল্লির ‘বীর ভূমি’-তে বাবার স্মৃতি সৌধে সম্মান জানান তিনি। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধিও।
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির একটি ভিডিয়ো শেয়ার করেন পুত্র রাহুল। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির একটি ভিডিয়ো শেয়ার করেন পুত্র রাহুল। ভিডিয়োর ক্যাপশানে রাহুল লিখেছেন, বাবা, আপনি আমার সঙ্গে রয়েছেন। একটা প্রেরণা হিসেবে, সবসময়ই। ২ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিয়োতে রাজীবকে শপথ নিতে দেখা গিয়েছে। এছাড়াও ছিল তাঁর বিভিন্ন মুহূর্তের কোলাজ।
এদিন দিল্লিতে রাজীব স্মৃতি সৌধি শ্রদ্ধা জানান কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজীব পত্নী সোনিয়া গান্ধি। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে।
পাশাপাশি প্রতিবারের মতো এবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের কনষ্ঠিতম প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Tag :
'Papa you are ours..' anniversary death emotional post Rahul Gandhi's Rajiv Gandhi's Social media