বড়দিন ও বর্ষবরণে কড়া নিরাপত্তার চাদরে পার্কস্ট্রিট
ইমামা খাতুন
- আপডেট :
২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: বর্তমানে রাজ্যে করোনা বাড়াবাড়ি নেই। ফলে ভীষণ ভিড় হতে পারে, সেই আশঙ্কা থেকেই বড়দিন ও বর্ষবরণে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। শুধু তাই নয়, গাড়ি পার্কিংও নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ। ইচ্ছামতো গাড়ি পার্ক করার কারণে যাতে পার্ক স্ট্রিট বা আশপাশের রাস্তায় যানজট না হয়, সেদিকে রাখছে পুলিশ-বাহিনী।
২৫ ও ৩১ ডিসেম্বর পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকায় হতে পারে বিপুল ভিড়। ভিড় এড়াতে বড়দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তায় থাকছে অন্তত দেড় হাজার পুলিশ। বর্ষবরণের রাতে পুলিশের সংখ্যা বেড়ে দাঁড়াবে তিন হাজারের বেশি। শনিবার সন্ধ্যাতেই মানুষ পার্কস্ট্রিট এলাকায় আসতে শুরু করেছেন। পুলিশও তৈরি। জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ সহায়তা ক্যাম্প।
পুলিশ আগেই জানিয়েছিল, বড়দিন ও বর্ষবরণে কয়েক লাখ মানুষ জড়ো হতে পারে পার্কস্ট্রিট অঞ্চলে। গাড়ি বা বাইক আরোহীরা কোনওমতেই পার্ক স্ট্রিটে গাড়ি পার্কিং করতে পারবেন না। পার্ক স্ট্রিটে যানজট এড়াতেই গাড়ি বা বাইক ক্যামাক স্ট্রিট এবং রাসেল স্ট্রিটে পার্কিং করতে হবে। ওই দুই রাস্তায় গাড়ির সংখ্যা যদি বেড়ে যায়, তখন সংলগ্ন অন্য রাস্তায় রাখতে হবে গাড়ি। সেখান থেকে হেঁটেই সবাইকে যেতে হবে পার্ক স্ট্রিট বা পছন্দমতো জায়গায়। ইলিয়ট রোড, ফ্রি-স্কুল স্ট্রিটেও মানুষের আনাগনা বেড়েছে। তাই পুলিশ গাড়ি নিয়ন্ত্রণ শুরু করেছে।
জানা গিয়েছে, পার্ক স্ট্রিট ও তার সন্নিহিত অঞ্চলকে দশভাগে ভাগ করা হয়েছে। সব সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। এ ছাড়াও তাঁদের সঙ্গে জায়গার গুরুত্ব বুঝে থাকছেন এক বা দু’জন করে অ্যাসিসস্ট্যান্ট কমিশনার, একাধিক ইন্সপেক্টর ও অন্যান্য আধিকারিক। সঙ্গে থাকবে ব্যাপক পুলিশকর্মী। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
জানা গিয়েছে, শ্লীলতাহানি ও ইভ-টিজিংয়ের মতো ঘটনা এড়াতে পর্যাপ্ত সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হবে। বিনা হেলমেটে বা বেপরোয়া গতিতে বাইক বা স্কুটি রুখতে নজর রখবে পুলিশ। বিভিন্ন রাস্তায় নাকা চেকিং করে চলবে পরীক্ষা। প্রয়োজনে ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি।
অন্যদিকে মানুষের ব্যাপক ভিড় হতে পারে দেখে ফ্লাইং সার্ভিস চালাবে পরিবহণ দফতর। পার্ক স্ট্রিট থেকে ছেড়ে সরকারি বাস হাওড়া-শিয়ালদহ-সহ শহরের বিভিন্ন প্রান্তে যাবে। মূলত রাত ৮টা থেকে বিশেষ এই পরিষেবা শুরু হবে। আর মাঝরাত পর্যন্ত বাস পাওয়া যাবে। ২৪ এবং ২৫ ডিসেম্বর রাতে চলবে। এসি, নন-এসি দুই বাসই পাবেন যাত্রীরা।
শুধু সরকারি নয়, বেসরকারি বাসও বেশি চালানো হবে বলে জানিয়েছেন বেসরকারি বাস মালিকরাও। একইভাবে মেট্রোর পরিষেবা বাড়ানো কথা বলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শবিবার বিকাল থেকেই পরিষেবা বাড়ানো হয়েছে। মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানোর কথা।