নির্বাচনের তারিখ ঠিক করবে সংসদ: শাহবাজ

- আপডেট : ২৭ মে ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক : একদিন আগেই ইসলামাবাদে আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান শাহবাজ সরকারকে ৬ দিনের সময়সীমা দিয়েছেন। ইমরান বলেছেন, ৬ দিনের মধ্যে নয়া নির্বাচনের তারিখ ঘোষণা করতেই হবে। নয়তো তিনি আবার দলীয় সমর্থকদের নিয়ে ইসলামাবাদে মিছিল ও বিক্ষোভ করবেন।
এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন, নতুন নির্বাচন কবে হবে তা ঠিক করবে সংসদ। সংসদের নিম্নকক্ষে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেন, আমি এই দলের কাছে স্পষ্ট করে দিতে চাই আপনাদের হুকুম কাজে দেবে না। এই সংসদ ঠিক করবে কখন নির্বাচন আয়োজন হবে।’
তিনি যোগ করেন, আলোচনার দরজা সব সময় খোলা আছে। এ দিকে পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান-সহ তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে পৃথক দু’টি নাশকতার মামলা দায়ের হয়েছে।
বুধবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে ‘আজাদি লংমার্চ’ নামে যে বিক্ষোভ-সমাবেশ করা হয়, সেখানে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগে বৃহস্পতিবার মামলা দু’টি করা হয়।