পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘গেট আউট মোদি’ স্লোগান তুলেছিলেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন। এবার আরও একধাপ এগিয়ে গিয়ে ‘শাট আপ মোদি’ স্লোগান তোলার কথা বললেন ডিএমকে সাংসদ এ রাজা। তামিলনাড়ুর রাজনীতিতে এ এক নয়া সংযোজন বলেই মনে করা হচ্ছে।
শনিবার বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমকে সাংসদ এ রাজা। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাগাতার বলে যেতে পারেন ডিএমকে তামিল ভাষার কথা বলে মানুষকে বিভাজিত করছে, আমরা কি বলতে পারি না আপনি ভাষার ভিত্তিতে মানুষে বিভাজন ঘটাচ্ছেন! আমরা ‘গো ব্যাক মোদি’ বলেছি। আমাদের উপমুখ্যমন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন বলেছিলেন ‘গেট আউট মোদি’। শিগগির আমরা সংসদে বলব ‘শাট আপ মোদি’।” অর্থাৎ মোদির বিরুদ্ধে সংসদে নতুন স্লোগান তোলার ডাক দিলেন রাজা।