Waqf Amendment Bill পাশ ‘অভূতপূর্ব মুহূর্ত’, দেশজুড়ে প্রতিবাদের মধ্যে বড় বার্তা মোদির

- আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 41
পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ বিলের (Waqf Amendment Bill) বিরুদ্ধে প্রতিবাদ আছড়ে পড়েছে দেশজুড়ে। এরমধ্যেই ওয়াকফ নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) পাশ ‘অভূতপূর্ব মুহূর্ত’ বললেন প্রধানমন্ত্রী। এদিন সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদি লেখেন, “আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সংসদের দুই কক্ষে ওয়াকফ বিল (Waqf Amendment Bill) পাশ একটি অভূতপূর্ব মুহূর্ত। এতদিন যাঁরা প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, নতুন এই বিল তাঁদের সাহায্য করবে।” নয়া সংশোধনী মুসলিমদের অধিকারকে সুরক্ষিত করবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “দশকের পর দশক দায়বদ্ধতা ও স্বচ্ছতার অভাবে মুসলিমদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদে যে বিল পাশ হয়েছে, তা স্বচ্ছতা বাড়াবে এবং মানুষের অধিকার সুরক্ষিত করবে।” ওয়াকফ বিল নিয়ে বিতর্কে অংশ নেওয়ার জন্য সাংসদদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “সংসদে ও কমিটির আলোচনায় যে সব সাংসদ অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। তাঁদের দৃষ্টিভঙ্গি এই আইনকে আরও শক্তিশালী করেছে।”
আরও পড়ুন: মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে ২ দিনে সংসদের দুই কক্ষে ২৫ ঘণ্টার বেশি বিতর্ক হয়েছে। শাসক ও বিরোধী পক্ষের যুক্তি-পাল্টা যুক্তির পর সংসদের দুই কক্ষে পাশ হয়েছে বিলটি। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮টি। বিপক্ষে ভোট পড়েছে ২৩২টি। রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়েছে ১২৮টি, বিপক্ষে ৯৫টি।