ভালো ইংরেজি বলার থেকে ভালো ক্রিকেট খেলা বেশি গুরুত্বপূর্ণ: Mohammad Rizwan

- আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক মুহাম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) সাংবাদিক সম্মেলনের বিভিন্ন সময়ে ইংরেজি বলাতে সমস্যার মুখে পড়তে দেখা গিয়েছে। যা নিয়ে তাকে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে। জনসমক্ষে সাবলীলভাবে ইংরাজিতে কথা বলতে না পারার কারণ জানিয়ে এদিন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান (Mohammad Rizwan) স্পষ্ট জানিয়েছেন, ছোটবেলায় পড়াশোনা করতে না পারার কারণে তার ইংরেজিতে দুর্বলতা থেকে গিয়েছে। আর সেটা তিনি লজ্জিত নন।
আরও পড়ুন: দলকে মজার বার্তা কিং খানের
পিএসএলে মুলতান সুলতানসের প্রথম ম্যাচের আগে অধিনায়ক রিজওয়ান (Mohammad Rizwan) সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্দুতে কথা বলতে শুরু করেন। সেই সময় ইংরেজি না জানার বিষয়ে রিজওয়ান বলেন, ‘জানি আমাকে নিয়ে অনেকে ট্রোল করেন সাবলীলভাবে ইংরাজি বলতে না পারায়। তবে আমি ওসব নিয়ে কিছু মনে করি না। বরং আমি গর্বিত, যা বলি সেটা মন থেকে বলি। উর্দুতে বলি। আমি দুঃখিত, আমার পড়াশোনা শেষ করতে পারিনি। সে জন্যই হয়তো ইংরেজি যতটা জানা দরকার, তা জানি না। কিন্তু আমি ১ শতাংশও লজ্জিত নই এ ব্যাপারে। আমার কাছে ভালো ইংরাজি বলার থেকে ভালো ক্রিকেট খেলাটা বেশি গুরুত্বপূর্ণ।’