পীরজাদা রুহুল আমিন এখন প্রায় সুস্থ, দেশে ফিরছেন ১৩ অক্টোবর

- আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: প্রতাপপুর দরবার শরীফে পীরজাদা মাওলানা রুহুল আমিন সাহেব মক্কায় উমরাহকালীন তায়েফ শহর থেকে ফেরার পথে বাস দূর্ঘটনায় আহত হয়েছিলেন।
শনিবার তিনি এক টেলিফোন বার্তায় পুবের কলম-এর সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরানকে জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন।
পীরজাদা মাওলানা রুহুল আমিন জানান, যেভাবে পুবের কলম পত্রিকা এবং পুবের কলম-এর ফেসবুক পোস্টে তাঁর খবর প্রকাশিত হয়েছে এবং দোয়ার জন্য আবেদন করা হয়েছে, সেজন্য তিনি শুকরিয়া জানাচ্ছেন। তিনি আরও বলেন, এভাবে আমাদেরকে পরস্পর মিলিতভাবে দ্বীন ও মিল্লাতের জন্য কাজ করতে হবে।
আহমদ হাসান ইমরান তাঁকে বলেন, তরুণ পীরজাদা মাওলানা রুহুল আমিন-এর কাছে মিল্লাতের গভীর প্রত্যাশা রয়েছে। তিনি ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করে যাবেন, এটাই সকলে আশা করে।
পীরজাদা রুহুল আমিন সাহেব ইনশাআল্লাহ ১৩ অক্টোবর দেশে ফিরে আসবেন।