১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুইৎজারল্যান্ডে শিলাধসের আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক:শিলাধসের আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন সুইৎজারল্যান্ডের ব্রেইঞ্জের বাসিন্দারা। তবে এখনও প্রায় ১০০ বাসিন্দা সেই অঞ্চলে থেকে গেছেন। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ২ মিলিয়ন ঘনমিটারের একটি শিলা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে আসছে। গড়িয়ে আসা বৃহৎ এই শিলাটি পুরো গ্রামকে নিশ্চিহ্ন করে দিতে পারে। শিলাধসের আতঙ্কে গ্রাউবেন্ডনের পূর্বদিকের গ্রাম ব্রেইঞ্জ এখন খালি হয়ে গেছে। গ্রামটিকে সাময়িকভাবে ভূতাত্ত্বিক ঝুঁকি হিসেবে বিবেচিত করা হয়েছে। সুইৎজারল্যান্ডের অ্যালপাইন অঞ্চলটি বেশ উত্তপ্ত। অতিরিক্ত গরমের কারণে পাহাড়ের পরমাফ্রোস্ট গলে গিয়ে শিলাগুলো নড়বড়ে হয়ে যায়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বৃষ্টি হলে ২ মিলিয়ন ঘনমিটারের একটি শিলা পাহাড়ের নিচের গ্রামে আছড়ে পড়তে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুইৎজারল্যান্ডে শিলাধসের আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ

আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:শিলাধসের আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন সুইৎজারল্যান্ডের ব্রেইঞ্জের বাসিন্দারা। তবে এখনও প্রায় ১০০ বাসিন্দা সেই অঞ্চলে থেকে গেছেন। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ২ মিলিয়ন ঘনমিটারের একটি শিলা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে আসছে। গড়িয়ে আসা বৃহৎ এই শিলাটি পুরো গ্রামকে নিশ্চিহ্ন করে দিতে পারে। শিলাধসের আতঙ্কে গ্রাউবেন্ডনের পূর্বদিকের গ্রাম ব্রেইঞ্জ এখন খালি হয়ে গেছে। গ্রামটিকে সাময়িকভাবে ভূতাত্ত্বিক ঝুঁকি হিসেবে বিবেচিত করা হয়েছে। সুইৎজারল্যান্ডের অ্যালপাইন অঞ্চলটি বেশ উত্তপ্ত। অতিরিক্ত গরমের কারণে পাহাড়ের পরমাফ্রোস্ট গলে গিয়ে শিলাগুলো নড়বড়ে হয়ে যায়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বৃষ্টি হলে ২ মিলিয়ন ঘনমিটারের একটি শিলা পাহাড়ের নিচের গ্রামে আছড়ে পড়তে পারে।