মারকাজে নামাযের অনুমতি রমযানে ও ঈদে

- আপডেট : ২ এপ্রিল ২০২২, শনিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক : দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে রমযান ও ঈদের জন্য শুধু নামাযের অনুমতি দেওয়া হল। শুক্রবার দিল্লি হাইকোর্ট এই সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বে ১৬ মার্চ শবেবরাতের জন্য মসজিদের গেট খুলে দেওয়া হয়েছিল তাও আবার স্থানীয় থানার নির্দেশিকা অনুসরণ করে। শুক্রবার দিল্লি হাইকোর্ট এই বিবাদের সমাধানে রায় দিয়েছে।
(১) মসজিদের ৫টি তলাতেই নামায পড়া যাবে।
(২) কোনও বিদেশির অনুমতি দেওয়া যাবে না।
(৩) কোনও তবলিগি কর্মকাণ্ড ও বক্তৃতা দেওয়া যাবে না।
(৪) কেবলমাত্র নামাযের জন্যই অনুমতি দেওয়া হচ্ছে।
(৫) প্রতিটি ফ্লোরে সিঁড়িতে বের হওয়ার ও প্রবেশ পথে সিসিটিভি লাগাতে হবে।
(৬) সিসিটিভির ফুটেজের রেকর্ড রাখতে হবে মারকাজকে।
উল্লেখ্য, মারকাজ থেকে করোনা রোগ ছড়িয়েছে এই অজুহাতে ২০২০ সালের ৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিজামুদ্দিন মারকাজ ও মসজিদ। গত বছর শবেবরাতের দিন ৫০ জনের অনুমতি ছিল, আর এ বছর ৫০ জন শর্ত তুলে নেওয়া হয়। যদিও দিল্লির সব কয়টি ধর্মস্থান থেকে কোভিড নিয়ন্ত্রণ বিধি তুলে নেওয়া হয়েছে, কিন্তু মারকাজ বন্ধ রাখতে অনড় ছিল দিল্লি পুলিশি। দিল্লি ওয়াকফ বোর্ড হাইকোর্টে মামলা করার পর আপাতত এই সুবিধা দেওয়া হল। মসজিদে নামাযের জন্য স্থানীয় থানার কাছ থেকে বার বার অনুমতি নিতে হবে মারকাজ ম্যানেজমেন্টকে। তবুও দুই বছর পর পুরো মসজিদে রমযানে নামায হবে এই অনুমতি পাওয়া গেল রমযানের দুই দিন আগে। যদিও পুলিশ বেশ কয়েকটি শর্ত আরোপ করেছিল নামায নিয়ে, হাইকোর্ট সেই সব শর্তে কিছুটা পরিমার্জন করে শুক্রবার। বিচারপতি জশমিত সিং বলে, পুণ্যার্থীদের জন্য রমযানে ও ঈদের দিন নামাযের অনুমতি দেওয়া হল।