বরিস জনসনকে ইউক্রেনের প্রধানমন্ত্রী বানাতে পিটিশন!

- আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়ায় বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইউক্রেনের নাগরিকত্ব দিয়ে ইউক্রেনীয় প্রধানমন্ত্রী করার জন্য একটি পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনটি ইউক্রেনের অফিসিয়াল সাইটে পোস্ট হওয়ার পরপরই এতে বিপুল সাড়া পড়ে। অভ্যন্তরীণভাবে জনপ্রিয়তা হারানো বিতর্কিত বরিস জনসন চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন। হঠাৎ করেই তার প্রতি অনাস্থা জানিয়ে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করলে এ অবস্থা তৈরি হয়।
যদিও তিনি বলেছিলেন, এ পদ ছেড়ে দেওয়ার কোনও আগ্রহ তার নেই। নিজ দেশে বিতর্কিত হলেও রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর কারণে সেখানে তার অন্যরকম এটি ইমেজ তৈরি হয়েছে। ফলে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানীতে পেন্টিং, ম্যুরাল এবং এমনকি কেকের মধ্যেও বরিসের দেখা মিলছে।
বরিসকে ইউক্রেনের নাগরিকত্ব দিয়ে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য যে পিটিশনটি দায়ের করা হয়েছে, তাতে কয়েক ঘণ্টার মধ্যে আড়াই হাজার সমর্থকের স্বাক্ষর জমা পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে পেশ করা হয়েছে ওই পিটিশন। বরিস জনসনকে নাগরিক ও প্রধানমন্ত্রী করার আওয়াজ উঠলেও ইউক্রেনের সংবিধান অনুসারে তা অসম্ভব। তবে পিটিশনটি ২৫ হাজার স্বাক্ষর পেলে এ নিয়ে জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য থাকবেন।