১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিয়ে আলিম  পরীক্ষায় সফল দুই কৃতীকে সম্মান প্রদান করলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 13

পুবের কলম প্রতিবেদক: ভারত জুড়ে পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস। ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবও তাহার বাড়িতে তথা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন। এ বছরও তিনি বিগত বছরের ন্যায় স্বাধীনতা দিবস উদযাপন সহ কৃতী ছাত্রদের সম্বর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পতাকা উত্তোলনের পর ভাষণ শুরু হয়।

স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিয়ে আলিম  পরীক্ষায় সফল দুই কৃতীকে সম্মান প্রদান করলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব

আরও পড়ুন: Breaking: স্বাধীনতা দিবস, মুহারম, জন্মাষ্টমী, ঈদ-ই-মিলাদে দিল্লিতে মদ বিক্রি নিষিদ্ধ, ঘোষণা কেজরি সরকারের

এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বক্তব্য শোনার জন্য মানুষের ভিড় ছিল লক্ষণীয় । তিনি স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে আব্বাস বলেন,  শুধুমাত্র স্বাধীনতার দিন জাতীয় পতাকাকে সম্মান করে বাকি ৩৬৪ দিন জাতীয় পতাকার অবমাননা করলে চলবে না। জাতীয় পতাকাকে সারা বছর শ্রদ্ধা করে এবং মান্যতা দিয়ে চলতে হবে।  স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ যেন বৃথা না যায় তার জন্য আমাদের সারা ভারতবর্ষের জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।  নিজেদের মধ্যে ভেদাভেদ না করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে চলতে হবে।

আরও পড়ুন: আলীম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার আমাতুল্লাহ তাসনিমের, ইচ্ছা অধ্যাপিকা হওয়ার

তিনি বলেন, ভারতীয় সংবিধানকে সম্মান করতে হবে এবং সংবিধানের প্রতিটি কথা সকল ভারতবাসীর মেনে চলা উচিত।  এদিন তিনি সমাজে শিক্ষার প্রসারের জন্য সকলের কাছে আবেদন রাখেন। আব্বাস সিদ্দিকী সাহেব যে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তা তাঁর বক্তব্যের মধ্যেই ফুটে ওঠে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নর্দান আয়ারল্যান্ডের প্রবাসী ভারতীয়রা শিকড়ের টান খুঁজে নিল বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে

স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিয়ে আলিম  পরীক্ষায় সফল দুই কৃতীকে সম্মান প্রদান করলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব

 

সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র হাই মাদ্রাসা বিভাগের ২০২১- ২২ বর্ষের আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল এবং আলিম পরীক্ষায় সাহিদ আখতার “দ্বিতীয় স্থান” অধিকার করে ও মুজাহিদ ইসলাম সর্দার “দশম স্থান” অধিকার করে । এদিন স্বাধীনতা দিবসের শুভক্ষণে দুই কৃতী ছাত্রের হাতে আব্বাস সিদ্দিকী সাহেব একটি ” সম্মাননা পত্র “, একটি করে চেক তুলে দেন এবং শাল পরিয়ে তাদেরকে বরণ করে নেন।

তাদেরকে সম্মাননা প্রদান করতে পেরে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) অত্যন্ত আপ্লুত ও গর্ববোধ করে এবং আগামী দিন এই কৃতী ছাত্ররা সমাজকে অনুপ্রেরিত করবে তা উল্লেখ করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব।  আগামী দিন তাদের পথচলা শুভ হোক ও তাদের এই সাফল্য অব্যাহত থাকুক এই কামনা করে দোয়া রাখেন মহান আল্লাহ পাকের কাছে।

 

“শিক্ষা আনে চেতনা, আর চেতনা সমাজ গড়ে”, সমাজে শিক্ষার সচেতনতা গড়ার কাজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) বহুদিন যাবৎ করে আসছে এবং তার প্রকৃষ্ট উদাহরণ এই সংগঠনের বর্তমান পরিচালক পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব নিজেই । তিনি প্রায় ৪০ টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান নিজে হাতে গড়েছেন এবং তাদের সঙ্গে যুক্ত আছেন । আজ তিনি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রায় ৫০ জন ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন এবং তাদেরকে পড়াশুনা করে বড় মানুষ হওয়ার কথা বলেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু আফজাল জিন্না সাহেব (রিসালাত পত্রিকার বার্তা সম্পাদক),  উপস্থিত ছিলেন আব্দুল ফাত্তাহ সাহেব (ফুরফুরা সিনিয়র মাদ্রাসার হোস্টেল ইনচার্জ),  অফিস সম্পাদক ও রিসালাত পত্রিকার প্রচার সচিব আবু সালে সাহেব। এবং মনজুর হোসেন (ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) দত্তপুকুর থানা শাখা কমিটির কোষাধ্যক্ষ)।

বিশ্ব নবী মহা-মানব হযরত মুহাম্মদ (স:) হুজুর বলেছিলেন “জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনের সুদুর চিন দেশে যাও”, এই মহান উক্তিটিকে স্মরণ করিয়ে দিয়ে এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সমস্ত কর্মীরা শিক্ষা প্রসারে সমাজের দিকে নজর দেবে, এই পণ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

এছাড়াও উল্লেখ্য পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে তার সংগঠনের কর্মীরা স্বাধীনতা দিবস উদযাপন করেন। উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা কমিটির পরিচালনায় এদিন পতাকা উত্তোলনের পরপর প্রায় ৪০০ বাইক নিয়ে সমগ্র দত্তপুকুর থানা জুড়ে জাতীয় পতাকা নিয়ে Rally ‍অনুষ্ঠিত হয় । বিভিন্ন শাখা কমিটি পতাকা উত্তোলনসহ এদিন শিক্ষা সামগ্রীর বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ অনুষ্ঠিত করে।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিয়ে আলিম  পরীক্ষায় সফল দুই কৃতীকে সম্মান প্রদান করলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব

আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ভারত জুড়ে পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস। ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবও তাহার বাড়িতে তথা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন। এ বছরও তিনি বিগত বছরের ন্যায় স্বাধীনতা দিবস উদযাপন সহ কৃতী ছাত্রদের সম্বর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পতাকা উত্তোলনের পর ভাষণ শুরু হয়।

স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিয়ে আলিম  পরীক্ষায় সফল দুই কৃতীকে সম্মান প্রদান করলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব

আরও পড়ুন: Breaking: স্বাধীনতা দিবস, মুহারম, জন্মাষ্টমী, ঈদ-ই-মিলাদে দিল্লিতে মদ বিক্রি নিষিদ্ধ, ঘোষণা কেজরি সরকারের

এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বক্তব্য শোনার জন্য মানুষের ভিড় ছিল লক্ষণীয় । তিনি স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে আব্বাস বলেন,  শুধুমাত্র স্বাধীনতার দিন জাতীয় পতাকাকে সম্মান করে বাকি ৩৬৪ দিন জাতীয় পতাকার অবমাননা করলে চলবে না। জাতীয় পতাকাকে সারা বছর শ্রদ্ধা করে এবং মান্যতা দিয়ে চলতে হবে।  স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ যেন বৃথা না যায় তার জন্য আমাদের সারা ভারতবর্ষের জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।  নিজেদের মধ্যে ভেদাভেদ না করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে চলতে হবে।

আরও পড়ুন: আলীম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার আমাতুল্লাহ তাসনিমের, ইচ্ছা অধ্যাপিকা হওয়ার

তিনি বলেন, ভারতীয় সংবিধানকে সম্মান করতে হবে এবং সংবিধানের প্রতিটি কথা সকল ভারতবাসীর মেনে চলা উচিত।  এদিন তিনি সমাজে শিক্ষার প্রসারের জন্য সকলের কাছে আবেদন রাখেন। আব্বাস সিদ্দিকী সাহেব যে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তা তাঁর বক্তব্যের মধ্যেই ফুটে ওঠে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নর্দান আয়ারল্যান্ডের প্রবাসী ভারতীয়রা শিকড়ের টান খুঁজে নিল বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে

স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিয়ে আলিম  পরীক্ষায় সফল দুই কৃতীকে সম্মান প্রদান করলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব

 

সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র হাই মাদ্রাসা বিভাগের ২০২১- ২২ বর্ষের আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল এবং আলিম পরীক্ষায় সাহিদ আখতার “দ্বিতীয় স্থান” অধিকার করে ও মুজাহিদ ইসলাম সর্দার “দশম স্থান” অধিকার করে । এদিন স্বাধীনতা দিবসের শুভক্ষণে দুই কৃতী ছাত্রের হাতে আব্বাস সিদ্দিকী সাহেব একটি ” সম্মাননা পত্র “, একটি করে চেক তুলে দেন এবং শাল পরিয়ে তাদেরকে বরণ করে নেন।

তাদেরকে সম্মাননা প্রদান করতে পেরে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) অত্যন্ত আপ্লুত ও গর্ববোধ করে এবং আগামী দিন এই কৃতী ছাত্ররা সমাজকে অনুপ্রেরিত করবে তা উল্লেখ করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব।  আগামী দিন তাদের পথচলা শুভ হোক ও তাদের এই সাফল্য অব্যাহত থাকুক এই কামনা করে দোয়া রাখেন মহান আল্লাহ পাকের কাছে।

 

“শিক্ষা আনে চেতনা, আর চেতনা সমাজ গড়ে”, সমাজে শিক্ষার সচেতনতা গড়ার কাজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) বহুদিন যাবৎ করে আসছে এবং তার প্রকৃষ্ট উদাহরণ এই সংগঠনের বর্তমান পরিচালক পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব নিজেই । তিনি প্রায় ৪০ টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান নিজে হাতে গড়েছেন এবং তাদের সঙ্গে যুক্ত আছেন । আজ তিনি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রায় ৫০ জন ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন এবং তাদেরকে পড়াশুনা করে বড় মানুষ হওয়ার কথা বলেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু আফজাল জিন্না সাহেব (রিসালাত পত্রিকার বার্তা সম্পাদক),  উপস্থিত ছিলেন আব্দুল ফাত্তাহ সাহেব (ফুরফুরা সিনিয়র মাদ্রাসার হোস্টেল ইনচার্জ),  অফিস সম্পাদক ও রিসালাত পত্রিকার প্রচার সচিব আবু সালে সাহেব। এবং মনজুর হোসেন (ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) দত্তপুকুর থানা শাখা কমিটির কোষাধ্যক্ষ)।

বিশ্ব নবী মহা-মানব হযরত মুহাম্মদ (স:) হুজুর বলেছিলেন “জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনের সুদুর চিন দেশে যাও”, এই মহান উক্তিটিকে স্মরণ করিয়ে দিয়ে এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সমস্ত কর্মীরা শিক্ষা প্রসারে সমাজের দিকে নজর দেবে, এই পণ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

এছাড়াও উল্লেখ্য পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে তার সংগঠনের কর্মীরা স্বাধীনতা দিবস উদযাপন করেন। উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা কমিটির পরিচালনায় এদিন পতাকা উত্তোলনের পরপর প্রায় ৪০০ বাইক নিয়ে সমগ্র দত্তপুকুর থানা জুড়ে জাতীয় পতাকা নিয়ে Rally ‍অনুষ্ঠিত হয় । বিভিন্ন শাখা কমিটি পতাকা উত্তোলনসহ এদিন শিক্ষা সামগ্রীর বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ অনুষ্ঠিত করে।