খেলতে খেলতে আচমকাই ৫০ ফুট গভীর কুয়োয় শিশু, উদ্ধারে প্রশাসন

- আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, শনিবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: গভীর কুয়োয় ছয় বছরের শিশু। খেলতে খেলতে আচমকাই ৫০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যায় এক শিশু। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। জানা গিয়েছে, ছয় বছরের শিশুটি চাষের জমিতে খেলা করছিল। আচমকাই গভীর কুয়োয় পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার কথা স্থানীয়রাই পুলিশকে জানায়। এর পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুটিকে বার করে আনতে অভিযান শুরু করে। দু’টো বড় বড় যন্ত্র দিয়ে উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।
কুয়োটির ব্যাস ৬ সেন্টিমিটার। বারাণসী থেকেও একটি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে। একটি সমান্তরাল গর্ত খোঁড়ার প্রক্রিয়াও চলছে যাতে আটকে পড়া শিশুটিকে নিরাপদে বার করা যায়। শিশুটির শ্বাসপ্রশ্বাস নিয়ে যাতে কোনও অসুবিধা না হয়, তার বন্দোবস্তও করা হচ্ছে।