Pahalgam Terror Attack: উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী, জঙ্গি ঘাঁটিগুলিতে সার্জিক্যাল স্ট্রাইক?

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 125
পুবের কলম, ওয়েবডেস্ক: জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) নিহত হয়েছে ২৬ জন। মঙ্গলবারের ভয়াবহ জঙ্গি হামলার খবর পেয়ে বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবারই পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রি। জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জঙ্গি হামলায় নিহত পরিবারদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
অন্যদিকে বুধবার সেনা সর্বাধিনায়ক এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে জম্মু ও কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলিতে কি পালটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে?
আরও পড়ুন: পহেলগাঁওর জঙ্গি হামলায় মৃত বাংলার তিন বাসিন্দা
উল্লেখ্য, পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ‘ছায়া সংগঠন’ টিআরএফ। বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধা জানান প্রয়াতদের। এরপরই এক্স হ্যান্ডলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। রেহাই পাবে না এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা।’