মধ্যপ্রদেশে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

- আপডেট : ৩০ অগাস্ট ২০২৩, বুধবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল ৫ শ্রমিকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার একটি কারখানায়। এদিন সকালে কারখানার ট্যাঙ্ক থেকে সন্দেহজনক বিষাক্ত গ্যাস নির্গত হয়। সেই গ্যাস থেকেই পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে এক আধিকারিক জানিয়েছেন।
জানা গিয়েছে, সকালে কারখানায় খাদ্যপণ্য তৈরির একটি ট্যাঙ্ক থেকে গ্যাস বের হতে শুরু করেন। বিষয়টি খতিয়ে দেখতে দুইজন শ্রমিক ওই ট্যাঙ্কে প্রবেশ করেন। বিষাক্ত গ্যাস মিশ্রিত অক্সিজেন নেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে আরও তিনজন শ্রমিক আক্রান্ত হয়েছেন বলে জানান মহকুমা ম্যাজিস্ট্রেট ভূপেন্দ্র সিং কুশওয়াহা। অসুস্থ হওয়ার প্র তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।