১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝ আকাশে ককপিটে বিষধর সাপ! জরুরি অবতরণ পাইলটের

ইমামা খাতুন
  • আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 16

পুবের কলম,ওয়েবডেস্ক: বিমানের ককপিটে বিষধর সাপ। মাঝ আকাশে চক্ষু চড়কগাছ পাইলটের। বিমান যখন মাঝ আকাশে তখন পাইলট টের পেলেন তাঁর সিটের নীচে রয়েছে একটি কোবরা। তবে ভয় পেয়ে নয়, মাথা ঠান্ডা রেখেই বিমানটির  জরুরি অবতরণ করান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

সোমবার সকালে রুডলফ ইরাসমাস নামক ওই পাইলটটি ছোট একটি বিমানে চারজন যাত্রী নিয়ে দক্ষিণ আফ্রিকার ওরশেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে রওনা দিয়েছিলেন৷ কিন্তু, মাঝ আকাশেই ঘটল বিপত্তি৷

ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে ইরাসমাস বলেন, “বিমান চালাতে চালাতে ককপিটে বসে পায়ে একটা ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করি। প্রথমে ভেবেছিলাম, আমার দু’পায়ের ফাঁকে থাকা জলের বোতল থেকে জল বেরোচ্ছে। আমি সবসময় আমার  সিটের ঠিক পাশে জলের বোতল রাখি৷  পরে টের পাই, একটি গোখরো সাপ আমার সিটের নীচে মুখ বার করে আছে। এরপরেই তিনি বিমানের জরুরি অবতরণের জন্য বার্তা পাঠান সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে।

ঘটনার আকস্মিকতায় প্রথমে চিৎকার করে উঠবেন ভাবলেও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই নিজেকে শান্ত রাখেন তিনি বলেও জানা ন। যাত্রীদের জানিয়ে দেন, আপৎকালীন পরিস্থিতিতে কাছের  বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করবে। বিমানটি সেই সময় ওয়েলকম বিমানবন্দরের কাছে ছিল৷ সেখানেই বিমানটির জরুরি অবতরণ করা হয়৷

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝ আকাশে ককপিটে বিষধর সাপ! জরুরি অবতরণ পাইলটের

আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিমানের ককপিটে বিষধর সাপ। মাঝ আকাশে চক্ষু চড়কগাছ পাইলটের। বিমান যখন মাঝ আকাশে তখন পাইলট টের পেলেন তাঁর সিটের নীচে রয়েছে একটি কোবরা। তবে ভয় পেয়ে নয়, মাথা ঠান্ডা রেখেই বিমানটির  জরুরি অবতরণ করান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

সোমবার সকালে রুডলফ ইরাসমাস নামক ওই পাইলটটি ছোট একটি বিমানে চারজন যাত্রী নিয়ে দক্ষিণ আফ্রিকার ওরশেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে রওনা দিয়েছিলেন৷ কিন্তু, মাঝ আকাশেই ঘটল বিপত্তি৷

ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে ইরাসমাস বলেন, “বিমান চালাতে চালাতে ককপিটে বসে পায়ে একটা ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করি। প্রথমে ভেবেছিলাম, আমার দু’পায়ের ফাঁকে থাকা জলের বোতল থেকে জল বেরোচ্ছে। আমি সবসময় আমার  সিটের ঠিক পাশে জলের বোতল রাখি৷  পরে টের পাই, একটি গোখরো সাপ আমার সিটের নীচে মুখ বার করে আছে। এরপরেই তিনি বিমানের জরুরি অবতরণের জন্য বার্তা পাঠান সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে।

ঘটনার আকস্মিকতায় প্রথমে চিৎকার করে উঠবেন ভাবলেও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই নিজেকে শান্ত রাখেন তিনি বলেও জানা ন। যাত্রীদের জানিয়ে দেন, আপৎকালীন পরিস্থিতিতে কাছের  বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করবে। বিমানটি সেই সময় ওয়েলকম বিমানবন্দরের কাছে ছিল৷ সেখানেই বিমানটির জরুরি অবতরণ করা হয়৷